সোমবার, ২৭ মার্চ, ২০২৩ ০০:০০ টা

সুজাতার দুঃখবোধ

 শোবিজ প্রতিবেদক

সুজাতার দুঃখবোধ

প্রয়াত নায়ক আজিম। ১৯৭১ সালে মুক্তিযোদ্ধাদের সহযোগিতায় হাত বাড়িয়েছিলেন। পাকিস্তানি মিলিটারিরা তাঁকে দুই মাস বন্দিও করে রেখেছিল। অনেক নির্যাতন সহ্য করেও মুক্তিযোদ্ধাদের সাহায্যের ধারা অব্যাহত রাখেন তিনি। তবে আজও মুক্তিযোদ্ধা পরিচয় মেলেনি এ নায়কের, যা নিয়ে চরম দুঃখবোধ রয়েছে তাঁর স্ত্রী ‘রূপবান’খ্যাত নায়িকা সুজাতার। সুজাতা বলেন, আজিমের মৃত্যুর পর গত ২০ বছরে একটি প্রশ্নই মনে উঁকি দিয়েছে, রাষ্ট্রীয় স্বীকৃতি কি তাঁর প্রাপ্য নয়? তাঁর মুক্তিযোদ্ধা পরিচয়কে রাষ্ট্র এত বছরেও স্বীকৃতি দিতে পারল না। তিনি আরও বলেন, আজিম অস্ত্র হাতে ময়দানে যুদ্ধ করেননি। তবে অস্ত্র হাতে যুদ্ধ করা যোদ্ধাদের চরম সময়ের বন্ধু ছিলেন। নিজের সর্বস্ব দিয়ে তাঁদের সাহায্য করেছেন। অভিনেত্রী জানান, ১৯৬৭ সালে আমাদের বিয়ের পর আজিম আমাকে একটা গাড়ি উপহার দিয়েছিলেন, যার দাম ছিল ২৫ হাজার টাকা। সেই গাড়িটি বিক্রি করে পুরো টাকা মুক্তিযোদ্ধাদের হাতে তুলে দিয়েছিলেন আজিম। আমাকে বলেছিল, ‘সবার আগে দেশ, বেঁচে থাকলে গাড়ি কেনা যাবে।’ সুজাতার ভাষ্য আজিম যদি মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় স্বীকৃতি পেতেন, স্ত্রী হিসেবে শান্তিতে মরতে পারতাম।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর