মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

ঈদের ছবির ভালো-মন্দ

আলাউদ্দীন মাজিদ

ঈদের ছবির ভালো-মন্দ

‘ঈদ ও ঈদের পরের দিন মানে রবিবার পর্যন্ত ঈদের ছবির প্রতি দর্শক আগ্রহ ও ব্যবসায়িক চিত্রের শীর্ষে ছিল তপু খান পরিচালিত ও শাকিব খান-বুবলী অভিনীত ‘লিডার : আমিই বাংলাদেশ’ ছবিটি। এরপর ঈদে মুক্তি পাওয়া অন্য সাতটি ছবি দেশের বিভিন্ন স্থানে ভালো-মন্দ মিলিয়ে চলছে। তবে এখন পর্যন্ত বলা যাবে না কোন ছবি আসলে কতটা সফল। কারণ ঈদের ছুটি শেষে গতকাল সোমবার থেকে মানুষ নিজ নিজ এলাকায় ফিরতে শুরু করেছে। তাই ঈদের ছবির সাফল্যের প্রকৃত চিত্র দেখতে কমপক্ষে আগামী বৃহস্পতিবার পর্যন্ত অপেক্ষা করতে হবে।’ বললেন সিনেমা হল মালিক সমিতির নেতা বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মিয়া আলাউদ্দীন। এই ঈদে মুক্তি পেয়েছে মোট আটটি ছবি। এগুলো হলো- লিডার : আমিই বাংলাদেশ, কিল হিম, লোকাল, শত্রু, জ্বীন, পাপ, আদম এবং প্রেম-প্রীতির বন্ধন। চলচ্চিত্র বক্স অফিসের হিসাব অনুয়ায়ী ঈদের দ্বিতীয় দিন রবিবার পর্যন্ত দর্শক আগ্রহ ও ব্যবসায়িক চিত্র মতে আট ছবির ধারাবাহিক অবস্থান ছিল যথাক্রমে  লিডার : আমিই বাংলাদেশ, কিল হিম, জ্বীন, শত্রু, লোকাল, আদম, পাপ এবং প্রেম-প্রীতির বন্ধন। শাকিব খানের ‘লিডার’ ছবিটি মুক্তি পেয়েছে একশ হলে। বলতে গেলে দেশের প্রায় সব ভালো ও বড় হল দখলে নিয়েছে ‘লিডার’। ঈদের প্রথম দিন মাল্টিপ্লেক্সগুলোতে ভালো সাড়া মিলেছে ‘লিডার’, ‘জ্বীন’, ‘কিল হিম’, ‘লোকাল’ ও ‘আদম’ ছবিটির পক্ষে। অন্যদিকে সিঙ্গেল স্ক্রিনে সাড়া মিলছে ‘লিডার’ ও ‘শত্রু’র। এই তথ্য দিয়েছে চলচ্চিত্র প্রদর্শক সমিতি। রাজধানীর অন্যতম ঐতিহ্যবাহী হল মধুমিতায় ঈদের দিন দেখা শাকিব-বুবলীর ‘লিডার : আমিই বাংলাদেশ’  দুপুর ও বিকালের শো মোটামুটি হলেও সন্ধ্যার শোতে ডিসি হাউস ফুল গেছে। হলের অন্যতম কর্ণধার ইফতেখার উদ্দিন নওশাদ বলেন, ‘প্রথম শোতে প্রায় ১৩ হাজার  থেকে ১৪ হাজার টিকিট সেল হয়েছে। আগে তো ৫-৬ হাজার টিকিটও হতো না।’ নওশাদের আশা, এই টিকিট সেল ক্রমশ বাড়বে চলতি সপ্তাহে। তাঁর ভাষায়, ‘এখন বেশির ভাগ দর্শক ঈদের ছুটিতে গ্রামে গেছে। তারা ঢাকায় ফিরলে আরও দর্শক বাড়বে।’ ঈদে মুক্তি পাওয়া আটটি ছবির মধ্যে ছয়টিই চালাচ্ছে স্টার সিনেপ্লেক্স। প্রথম দিনের সিনেমাগুলোর টিকিট বিক্রিতে স্বস্তি বোধ করলেন মিডিয়া অ্যান্ড মার্কেটিং বিভাগের সিনিয়র ম্যানেজার মেসবাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘আমাদের এখানে ‘জ্বীন’ সিনেমার প্রতিটি শো সব শাখায় প্রায় হাউস ফুল। এ ছাড়া ‘লিডার’ আর ‘কিল হিম’র অবস্থাও বেশ ভালো। ‘আদম’ ও ‘লোকাল’ সিনেমা দুটিও প্রথম দিন খারাপ যায়নি। আগামী দুই-এক দিনের মধ্যে দর্শক সমাগম আরও বাড়বে বলে আশা করছি। কারণ, সব ছবিরই অগ্রিম টিকিট কিনছে দর্শক।’ কেরানীগঞ্জের নিউ গুলশান সিনেপ্লেক্সে চলছে বাপ্পী চৌধুরী-জাহারা মিতুর ‘শত্রু’। জানা গেছে, এই সিনেমার প্রথম শোতে ৯৫ জন, দ্বিতীয় শোতে ৮৩ জন এবং তৃতীয় শোতে ১৩৪ জন দর্শক ছিল। হলের কর্ণধার আমির হামজা বলেন, ‘প্রথম দিনের সেল রিপোর্টে আমি হতাশ নই। বরং আশাবাদী। কারণ, আমাদের এলাকায় শ্রমিকের সংখ্যা বেশি। এখন তো ৯৫% শ্রমিক ঈদের ছুটিতে বাড়ি গেছেন। দুই-এক দিনের মধ্যে তারা ফিরবে এবং এই সেল কয়েকগুণ বাড়বে বলেই আমার বিশ্বাস।’ এদিকে পুরান ঢাকার মাল্টিপ্লেক্স লায়ন্স সিনেমাসে মুক্তিপ্রাপ্ত আটটি সিনেমার সাতটি চলছে। এর মধ্যে ‘লিডার’ ও ‘কিল হিম’ রোজ চারটি, ‘লোকাল’, ‘জ্বীন’, ‘পাপ’ দুটি, ‘শত্রু’ ও ‘আদম’ ছবির একটি করে শো চলছে। সেখানে রোশানের ‘পাপ’ সিনেমার প্রথম শো ছিল দর্শকশূন্য। একই প্রযোজনা প্রতিষ্ঠানের ‘জ্বীন’ ছবিটি ভালো দর্শক পেয়েছে। দর্শক পেয়েছে ‘লিডার’ ও ‘কিল হিম’ ছবি দুটিও। এদিকে নারায়ণগঞ্জে শাকিব খান-বুবলীর ‘লিডার : আমিই বাংলাদেশ’ চলছে খানপুর এলাকার নিউ মেট্রো সিনেমা হলে। সজল-পূজার ‘জ্বীন’ চলছে ডিআইটি এলাকার সিনেস্কোপ এবং বাপ্পী-মিতুর ‘শত্রু’ চলছে গুলশান সিনেমা হলে। প্রতিটি ছবিই আশানুরূপ ব্যবসা করছে বলে সংশ্লিষ্ট সিনেমা হল মালিকরা জানিয়েছেন। জেলার একমাত্র আধুনিক প্রেক্ষাগৃহ সিনেস্কোপের নির্বাহী পরিচালক মো. রবি বলেন, ‘এবার ঈদে সজল-পূজা চেরির ‘জ্বীন’ সিনেমাটি মুক্তি দিয়েছি। প্রথম দিনে আশানুরূপ সাড়া মিলেছে। সিনেমার আগাম অনেক টিকিট বিক্রি হয়েছে। সামনে দর্শক সমাগম আরও বাড়বে বলে আশা করছি।’ শাকিব খান-বুবলীর ‘লিডার’ সিনেমা চালানো নিউ মেট্রো সিনেমা হলের কর্মকর্তা মো. রবি মিয়া বলেন, ‘প্রথম দিনে ভালো সাড়া পেয়েছি আমরা। আশা করছি দর্শকদের খুব ভালো লাগবে ছবিটি।’ জয়পুরহাটের নাজমা হলে চলছে ‘শত্রু’। এই হল সূত্রে জানা গেছে, প্রথম দিনে ১২টার শো ৫০ ভাগ, ৩টার শো ৬০ ভাগ এবং ৬টার শোর ৭৫ ভাগ টিকিট বিক্রি হয়েছে। এতেই হল কর্তৃপক্ষ মহাখুশি। কারণ, গত কয়েক বছর ঈদের প্রথম দিনে এতটা টিকিট সেল হয়নি। বগুড়ার মধুবন সিনেপ্লেক্সে চলছে ‘কিল হিম’। এই সিনেপ্লেক্সের কর্মকর্তা লিটন জানান, প্রথম দিনে তাঁরা যে দর্শক পেয়েছেন তাতে মোটামুটি সন্তুষ্ট। অন্যদিকে গাইবান্ধার রুমা সিনেমা হলে চলছে ‘লিডার’। যেখানে প্রথম দিনের তিনটি শোতেই ছিল উপচে পড়া ভিড়। জাজের দুই ছবি ‘জ্বীন’ ও ‘পাপ’ চলছে গ্র্যান্ড সিলেট সিনেপ্লেক্সে। কর্তৃপক্ষ জানায়, প্রথম দিনে তারা আশানুরূপ সাড়া পায়নি। এদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত ঈদের দ্বিতীয় দিনে এসে দর্শকের চাপে রাজধানীর ব্লকবাস্টারে লিডারের শো তিনটি থেকে বেড়ে হয়েছে পাঁচটি। তবে সারা দেশের সিঙ্গেল স্ক্রিনে শাকিবের পাশাপাশি বাপ্পীর ‘শত্রু’ সিনেমাটি প্রতিযোগিতায় গিয়ে ভালোই ব্যবসা করছে। অন্যদিকে মাল্টিপ্লেক্সে অনন্তর ‘কিল হিম’ এবং পূজার ‘জ্বীন’ ও আদর আজাদের ‘লোকাল’ ভালোই দর্শক সাড়া পাচ্ছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দাবি। এদিকে রাজধানীর মধুমিতা সিনেমা হলে রেগুলার এবং এসি মিলিয়ে প্রায় ১ হাজার ১৫০টিরও বেশি আসন। সেখানে প্রায় ৬০০ জনের মতো দর্শক ঈদের দিন দর্শক ‘লিডার : আমিই বাংলাদেশ’ ছবিটি দেখেছে বলে হল সূত্রে এ তথ্য জানা গেছে। রাজধানীর চিত্রামহল সিনেমা হলেও চলছে ‘লিডার : আমিই বাংলাদেশ’। ঈদের দিন প্রায় অর্ধেক আসন দর্শক দিয়ে ভরা- এমনটা দেখা গেছে সিনেমা হলে গিয়ে। এ হলের মালিক কাজী ইকবাল জানান, দর্শক এখন ঢাকা ছেড়ে গ্রামে গেছে ঈদ করতে। ফলে রাজধানী প্রায় ফাঁকা। ফলে এ সময়ে এর বেশি দর্শক সিনেমা হলে আশা করা ভুল হবে। তাছাড়া আগের মতো এখন আর সিনেমা দেখতে উপচে পড়া মানুষ আসবে না- এটা মেনে নিতে হবে। রাজধানীর যমুনা ব্লকবাস্টার সূত্রে জানা গেছে, ঈদের দিন শাকিব, বাপ্পী চৌধুরী ও অনন্ত জলিলের সিনেমা দেখতেও দর্শকদের বেশ আগগ্রহ লক্ষ্য করা গেছে।  রাজধানীর বাইরের সিনেমা হলগুলোতে ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো ঘিরে দর্শকের ভালো সাড়া পাওয়া গেছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। এদিকে চলচ্চিত্র প্রদর্শক সমিতির সাধারণ সম্পাদক আওলাদ হোসেন উজ্জল বলেন, এই ঈদে মোটামুটি সবই ভালো মানের ছবি মুক্তি পেয়েছে। খুশির কথা হলো ঘুরেফিরে দর্শকরা সব ছবিই দেখছে। তবে কোন ছবি কতটা ভালো দর্শকগ্রহণযোগ্যতা পেল সেই চিত্র দেখতে কমপক্ষে এক সপ্তাহ অপেক্ষা করতে হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর