সোমবার, ৮ মে, ২০২৩ ০০:০০ টা

জাতীয় রবীন্দ্র উৎসব

 শোবিজ প্রতিবেদক

বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থার বয়স ৩৫ বছর। ১৯৮৮ সালের ২৭ মে কিংবদন্তি শিল্পী কলিম শরাফীর হাত ধরে প্রতিষ্ঠা হয় এই সাংস্কৃতিক সংগঠনের। টানা চার দশক ধরে সংগঠনটি রবীন্দ্রনাথের সৃষ্টিকে দেশ ও বিশ্বজুড়ে ছড়িয়ে দিতে কাজ করে চলেছে নিয়মিত। তারই ধারাবাহিকতায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মদিন উপলক্ষে ৩৪তম ‘জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব’ আয়োজন করেছে সংস্থাটি। যা অনুষ্ঠিত হবে ১২ ও ১৩ মে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে। দুই দিনের উৎসবে দেশের খ্যাতনামা বেশ কয়েকজন শিল্পী ছাড়াও সংস্থার শতাধিক দলীয় ও একক পরিবেশনায় অংশ নেবেন। অনুষ্ঠানের সূচনা হবে প্রথা অনুযায়ী পরপর তিনটি কোরাসের মধ্য দিয়ে। এরপর দেওয়া হবে গুণীজন সম্মাননা। প্রথম দিন ১২ মে অনুষ্ঠান দুই ভাগে বিভক্ত করা হয়েছে। প্রথম পর্ব উদ্বোধন ও গুণীজন সম্মাননা। দ্বিতীয় পর্ব শুরু সন্ধ্যা ৬টায়। পরের দিন ১৩ মে অনুষ্ঠান শুরু হবে বিকাল ৫টায়। এবারের উৎসবে দুই গুণীজনকে বিশেষ সম্মাননা দেওয়া হবে।  তারা হলেন কিংবদন্তি গিটার শিল্পী এনামুল কবীর ও প্রখ্যাত রবীন্দ্রসংগীত শিল্পী লিলি ইসলাম।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর