দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাকুল প্রীত সোশ্যাল মিডিয়ায় প্রায়ই নিজের আকর্ষণীয় সব ছবি ও ভিডিও ভক্তদের উপহার দিয়ে থাকেন। দ্য ওয়ালের খবরে বলা হয়েছে, শনিবার ইনস্টাগ্রামে বরফশীতল পানিতে ডুব দেওয়ার একটি ভিডিও পোস্ট করেন রাকুল। ভিডিওর ক্যাপশনে লিখেছেন, ‘মাইনাস ১৫ ডিগ্রি’। সঙ্গে অভিনেত্রীর চ্যালেঞ্জ, ‘আর কেউ?’ ভিডিওতে দেখা যাচ্ছে, একটি কাঠের ঘর থেকে বেরিয়ে আসছেন রাকুল। তাঁর চারপাশে অনেকেই শীতের পোশাক পরে থাকলেও রাকুলের পরনে কেবল নীল-সাদা বিকিনি। এরপরই বরফগলা পানিতে তৈরি একটি সুইমিংপুলে ডুব দেন অভিনেত্রী।