শিরোনাম
মঙ্গলবার, ৩০ মে, ২০২৩ ০০:০০ টা

পূর্ণিমার চাওয়া-পাওয়া

 শোবিজ প্রতিবেদক

পূর্ণিমার চাওয়া-পাওয়া

জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা বলেন, যখন অভিনয় শুরু করলাম, তার কয়েক বছর পরই সিনেমায় অশ্লীলতার জোয়ার চলে আসে। ওই সময়টাতে টেলিভিশনে কাজ শুরু করি, তাও সিরিয়ালে। লাল নীল বেগুনিসহ আরও কয়েকটি সিরিয়াল করি। কাজেই এটা বলতেই হয় যে শুধু চলচ্চিত্র নয়, টেলিভিশনও আমাকে সাপোর্ট করেছে। দুই জায়গাতেই সমানভাবে কাজ করেছি। পরে যখন সিনেমার সিচুয়েশন ভালো হলো, তখন শুরু হলো একক নায়ককেন্দ্রিক সিনেমা। তখনই কাজ কমিয়ে দিই। সবকিছু মিলিয়ে আমি এখনো টিকে আছি, এখনো ভালোবাসে মানুষ, এটাই অনেক। অনেকেই হারিয়ে গেছে, আমি টিকে  আছি। হারিয়ে যাইনি, এখনো কাজ করছি। পূর্ণিমা বলেন, আমার ক্যারিয়ারের শুরুটা কঠিনও ছিল, আবার সহজও ছিল। শুরুতে যে পরিচালকের (জাকির হোসেন রাজু) সিনেমায় অভিনয় করেছি, সেটা আমার জন্য বড় ব্রেক ছিল। বড় একজন প্রযোজক ছিলেন, সেটাও বড় ব্রেক ছিল। সেদিক থেকে বলব, আমার শুরুটা সহজ ছিল। কিন্তু টিকে থাকার জন্য, একজন অভিনেত্রী হওয়ার জন্য আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে,  মেধার প্রমাণ দিতে হয়েছে, যোগ্যতার প্রমাণ দিতে হয়েছে। তখন আমি ১৪ বছরের একটি মেয়ে। সবকিছু মিলিয়ে প্রথম সিনেমা ছিল আমার জন্য সৌভাগ্য। অভিনেত্রী হতে এর জন্য যুদ্ধ করতে হয়েছে আমাকে। একদিনে নামটা দাঁড়ায়নি। কম করে হলেও পাঁচ বছর লেগেছে। ওই সময় আমি ও শাবনূর  রোমান্টিক সিনেমায় অভিনয় শুরু করি। পপি এক ধরনের সিনেমা করতেন, মৌসুমী আপু আরেক ধরনের সিনেমা করতেন। এখন আমার ব্যক্তিগত কোনো চাওয়া নেই। সব চাওয়া ইন্ডাস্ট্রিকে নিয়ে। আমি চাই ঢাকাই সিনেমা ঘুরে দাঁড়াক, উঠে দাঁড়াক।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর