বুধবার, ৭ জুন, ২০২৩ ০০:০০ টা

‘দত্তা’ নিয়ে ঋতুপর্ণা

শোবিজ ডেস্ক

‘দত্তা’ নিয়ে ঋতুপর্ণা

দীর্ঘ ৪৭ বছর পর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘দত্তা’ ফের আসছে পর্দায়। আর ওই সিনেমায় ‘বিজয়া’ চরিত্রটি করেছেন কলকাতার নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত। এবার দত্তা পরিচালনা করেছেন নির্মাতা নির্মল চক্রবর্তী। যা মুক্তি পাবে আগামী ১৬ জুন। এর আগে ১৯৫১ এবং ১৯৭৬ সালে ‘দত্তা’র চলচ্চিত্রায়ণ হয়েছে। নির্মল জানিয়েছেন, ক্ল্যাসিক সাহিত্য নিয়ে কাজ করতে তিনি পছন্দ করেন। কারণ এ ধরনের সিনেমায় ‘আখ্যান’ তৈরির যথেষ্ট সুযোগ থাকে। নির্মাতা আরও জানিয়েছেন, সিনেমার প্রপস এবং কস্টিউমের দিকে বিশেষ নজর দেওয়া হয়েছে। এ সময়ের দর্শকদের জন্য সংলাপও সহজ করা হয়েছে। ঋতুপর্ণার কাজের প্রশংসা করে নির্মল বলেন, ঋতুপর্ণা সেনগুপ্ত বিজয়ার চরিত্রে খুব ভালোভাবে মিশে গেছেন। বিজয়া একজন সুন্দরী, স্মার্ট, আবেগপ্রবণ, দয়ালু নারী; আবার মাঝে মধ্যে যাকে রূঢ় ব্যবহার করতেও দেখা যায়। ১৯৫১ সালে ‘দত্তায়’ সুনন্দা বন্দ্যোপাধ্যায় হয়েছিলেন ‘বিজয়া’। আর ছিয়াত্তর সালে এই চরিত্রটি করেন কিংবদন্তি সুচিত্রা সেন। মহানায়িকার চরিত্র করার উপলব্ধি কেমন তা জানিয়ে ঋতুপর্ণা বলেন, আশা করি দর্শকরা আগের দুই ‘বিজয়া’র সঙ্গে তুলনা টানবেন না। এই চরিত্রে কাজ করতে পেরে আমি খুশি।

উপন্যাস অবলম্বনে তৈরি সিনেমা সব সময়ই সমৃদ্ধ হয়ে থাকে। এই সিনেমায় ‘বিলাস’ হয়েছেন সাহেব চট্টোপাধ্যায়। ‘নরেন’ হয়েছেন জয় সেনগুপ্ত। আর বিলাসের বাবা ‘রাসবিহারি’র চরিত্রটি করেছেন বর্ষীয়ান অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী। ২০১৯ সালে ‘দত্তা’ সিনেমা নির্মাণ শুরুর পর পরিচালকের পরিকল্পনা ছিল ওই বছরেই মুক্তি দেওয়ার। কারণ ওই বছরটি ছিল এই উপন্যাসের শত বর্ষপূর্তি। কিন্তু সিনেমার কাজ পিছিয়ে যায়। কিছুদিন আগে ইউটিউবে ‘দত্তা’র ট্রেইলার প্রকাশ হয়েছে। ছবিটিতে বাংলাদেশের নায়ক ফেরদৌসেরও অভিনয় করার কথা ছিল। কিন্তু মধ্যে তিনি রাজনৈতিক জটিলতায় পড়ায় আর এতে কাজ করতে পারেননি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর