শুক্রবার, ৯ জুন, ২০২৩ ০০:০০ টা

বাতিঘরের নতুন নাটক

শোবিজ প্রতিবেদক

বাতিঘরের নতুন নাটক

বাতিঘর থিয়েটারের এক যুগপূর্তি উপলক্ষে গতকাল ও আজ দুদিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করা হয়েছে। এ উৎসবে প্রদর্শিত হচ্ছে বাতিঘরের নতুন নাটক ‘ভগবান পালিয়ে গেছে’। নাটকটির রচনা ও নির্দেশনায় থাকছেন মুক্তনীল। উৎসবের প্রথম দিন গতকাল শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হয়। নিয়মিত প্রদর্শনী আজ সন্ধ্যা ৭টায় একই হলে। ‘ভগবান পালিয়ে গেছে’ নাটকে দেখা যায়, বিশ্বাস এক বিশাল বটবৃক্ষ। মাটির উপরে যেমন তার বিশালতা, মাটির নিচেও সে সমান বিস্তৃত। বিশ্বাসের ওপর ভর করে মানুষ আশ্রয় খোঁজে, ভরসা চায়। মানব সৃষ্টির শুরু থেকেই লৌকিকতা এবং অলৌকিকতার দোলাচলে লৌকিকতার পরাজয় ঘটেছে। পূর্বপুরুষ থেকে প্রাপ্ত আজন্ম লালিত অলৌকিকতার প্রতি মানুষের এক দুর্নিবার আকর্ষণ। বিশ্বাস পুঁজি করে মানুষ এগিয়েছে সাফল্যের চূড়ায়। তেমনি তলিয়ে গেছে অতল অন্ধকার গহব্বরে। বিজ্ঞান যখন প্রত্যন্ত অঞ্চলে আলোর স্ফূরণ পৌঁছে দিয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর