শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লা কায়সারের জীবনী অবলম্বনে নির্মিত ‘দিগন্তে ফুলের আগুন’ সিনেমায় তাঁর স্ত্রী সাবেক সংসদ সদস্য পান্না কায়সারের চরিত্রে অভিনয় করছেন বিদ্যা সিনহা মিম। দুই মাস ধরে চরিত্রটি লালন করে আসছেন নায়িকা। এরই মধ্যে শুক্রবার ঘুম ভাঙতেই নায়িকা জানতে পারেন যাঁর চরিত্রে তিনি অভিনয় করছেন সেই পান্না কায়সার আর নেই। সদ্য প্রয়াত পান্না কায়সারের সঙ্গে দেখা করার কথা ছিল বিদ্যা সিনহা মিমের। কেননা, এই মহীয়সী নারীর চরিত্রে অভিনয় করার কথা ছিল। ফলে মিমের একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল। চরিত্রে প্রবেশের জন্য এই সাক্ষাৎ জরুরি ছিল। কিন্তু তার আগেই না-ফেরার দেশে চলে গেলেন পান্না কায়সার। তাঁর মৃত্যুর খবর স্তব্ধ করে দিয়েছে মিমকে। এমন ঘটনায় আফসোস ছাড়া আর কিছুই করার থাকে না। বিষয়টি তাই মিমকেও পরিতাপের আগুনে পোড়াচ্ছে। সোশ্যাল হ্যান্ডেলে মিম বলেন, ‘শমী আপু (শমী কায়সার) বলেছিলেন, তোমাদের তো শুক্রবার ও শনিবার শুটিং নেই। তাহলে রেডি থেক। তোমাদের আম্মার সঙ্গে দেখা করতে নিয়ে যাব। শুনেই তো আমি ভীষণ এক্সাইটেড। মহীয়সী নারী শ্রদ্ধেয় পান্না কায়সারের সঙ্গে দেখা করব।’ এমন খবর শুনবেন আশা করেননি জানিয়ে মিম বলেন, ‘রাত (বৃহস্পতিবার দিবাগত রাত) শেষে সকালবেলা এমন একটা খবর অপেক্ষা করছে ভাবিনি। ঘুম থেকে ওঠেই শুনি পান্না কায়সার আন্টি চিরদিনের জন্য আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন। তাঁর মৃত্যুর খবরে থমকে গেলাম। স্তব্ধ হলাম। গত কিছুদিন ধরে মনের মধ্যে লালন করা মহীয়সী পান্না কায়সারকে হারিয়ে মনে হচ্ছে, আমারই একজন আপনজন হারালাম। সৃষ্টিকর্তার কাছে তাঁর আত্মার শান্তি কামনা করছি।’ আফসোসের সঙ্গে মিম বললেন, ‘বিধাতার এ এক অদ্ভুত সমীকরণ। আমরা ভাবি এক, কিন্তু তাঁর পরিকল্পনা আরেক- যা সাধারণের বোঝা বড় দায়। ‘দিগন্তে ফুলের আগুন’ সিনেমার শুটিং করছি। এই সিনেমায় পান্না কায়সারের চরিত্রে অভিনয় করছি।’
শিরোনাম
- এল ক্লাসিকোতে হ্যাটট্রিক করে এমবাপ্পের নতুন রেকর্ড
- তুরস্ক যে কারণে ভারতের বিরুদ্ধে প্রকাশ্যে পাকিস্তানকে সমর্থন দেয়
- ব্যক্তি বা সত্তার কার্যক্রম নিষিদ্ধের বিধান যুক্ত করে সন্ত্রাসবিরোধী অধ্যাদেশের খসড়া অনুমোদন
- রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে আ. লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো : জামায়াত আমির
- তীব্র তাপদাহে আক্রান্তদের জন্য মহাখালীতে হিটস্ট্রোক সেন্টার চালু
- কর ফাঁকির সুযোগ নেই, সবাইকে কর দিতে হবে: ডিএনসিসি প্রশাসক
- ১৫ বা তার কম বয়সেই যৌন সহিংসতার শিকার প্রতি পাঁচজন নারীর একজন
- কুয়াকাটায় নানা আয়োজনে বুদ্ধ পূর্ণিমা পালিত
- কিশোরগঞ্জে বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু
- কলমাকান্দায় রক্তাক্ত অবস্থায় অজ্ঞাত ব্যক্তি উদ্ধার
- আমরণ অনশনের হুঁশিয়ারি বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীদের
- উপাচার্যের পদত্যাগ দাবিতে ববিতে কমপ্লিট শাটডাউন ঘোষণা
- আল-নাসর ছাড়ার পথে রোনালদো?
- পুঁজিবাজার পরিস্থিতির উন্নয়নে প্রধান উপদেষ্টার পাঁচ নির্দেশনা
- কিশোর কর্মচারীর গায়ে ভাতের গরম মাড় ঢেলে দিল বাবুর্চি
- পাকিস্তানের সামরিক সক্ষমতায় ভারত ‘অপ্রস্তুত, খানিকটা বিস্মিত’: ব্রিটিশ বিশ্লেষক
- নাটোরে জামায়াতের আনন্দ মিছিল
- ধর্ম যার যার রাষ্ট্র সবার, দেশে বিভক্তির কোনো সুযোগ থাকবে না : আমীর খসরু
- আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত ইতিবাচক : ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য
- আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের খবরে নেত্রকোনায় মিষ্টি বিতরণ
শোকে স্তব্ধ বিদ্যা সিনহা মিম
শোবিজ প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর