বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৯ এপ্রিল। ইতোমধ্যে শুরু হয়েছে শিল্পীদের মধ্যে প্যানেল গোছানের তোড়জোড়। এবারের নির্বাচনে এখন পর্যন্ত দুটি প্যানেল অংশগ্রহণ নিয়ে হচ্ছে চর্চা। এর একটি হচ্ছে মিশা সওদাগর-ডিপজল পরিষদ। অন্য প্যানেলে থাকছেন নিপুণ। তার সঙ্গে কে থাকছেন তা নিয়ে এখনো রয়েছে ধোঁয়াশা। তবে গুঞ্জন রয়েছে এবারের নির্বাচনে সভাপতি পদে লড়বেন নিপুণ। তার সঙ্গে সাধারণ সম্পাদক পদে অনন্ত জলিল কিংবা মামনুন ইমন থাকতে পারেন। যদিও এ গুঞ্জনকে সাফ উড়িয়ে দিয়েছেন নিপুণ। বলেছেন, ‘এটা পুরোপুরিই গুজব। আমি সভাপতি পদে নয়, সাধারণ সম্পাদকের পদেই নির্বাচন করব। আর আমার প্যানেলে সভাপতি কে থাকছে সেটা নিয়েও চমক রয়েছে।’ এদিকে সাম্প্রতিক মেয়াদোত্তীর্ণ শিল্পী সমিতির কমিটিতে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন নিপুণ। আর সভাপতি হিসেবে ছিলেন ইলিয়াস কাঞ্চন। কিন্তু আগামী মেয়াদে সভাপতি পদে নির্বাচন করবেন না বলে জানিয়ে দিয়েছেন ইলিয়াস কাঞ্চন। ফলে সভাপতির পদের জন্য নতুন করে কাউকে খুঁজতে হচ্ছে নিপুণকে। এ পদের জন্য ইতোমধ্যে চিত্রনায়ক আলমগীর, মৌসুমী ও অনন্ত জলিলসহ বেশ কয়েকজন তারকার সঙ্গে যোগাযোগ করেছেন বলেও জানা গেছে। তবে কে থাকছে সে বিষয়ে এখনো চূড়ান্ত কিছুই জানা যায়নি। অন্যদিকে মিশা ও ডিপজল উভয়ে তাদের প্যানেলের বিষয়ে চূড়ান্ত জানিয়েছেন। পাশাপাশি শিগগিরই ২১ জনের সদস্য নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলেও নিশ্চিত করেছেন। এদিকে এখন চলছে মনোনয়ন বিক্রি। চলবে ৩০ মার্চ পর্যন্ত। ২ এপ্রিল দাখিল। প্রাথমিক ভোটার তালিকা প্রকাশ ২৪ মার্চ, চূড়ান্ত ভোটার তালিকা ২৮ মার্চ।
শিরোনাম
- লক্ষ্মীপুরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা
- স্বর্ণের দাম কমেছে
- সেই নবজাতক পরিবারের পাশে পুলিশ
- নাতবউকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতাকে জুতাপেটা, পুলিশে সোপর্দ
- ভাড়া নিয়ে শ্রমিক ও শিক্ষার্থীদের সংঘর্ষ, দুই শতাধিক বাস ভাঙচুর
- সিংড়ায় শীতের আগমনে লেপ–তোষকের দোকানে ভিড়
- মিরপুরে বিআরটিএ এলাকায় ককটেল বিস্ফোরণ
- ‘আগামী নির্বাচনে নোয়াখালীর ৬টি আসন বিএনপিকে উপহার দেওয়া হবে’
- হাতিরঝিলে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে আগুন
- সোনারগাঁয়ে তাঁতী দলের আহ্বায়ক কমিটি ঘোষণা
- ‘নিরাপত্তার স্বার্থে’ জাবিতে রাত ১০টার পর যেকোনো অনুষ্ঠান নিষিদ্ধ
- ‘ধানের শীষে ভোট দিয়ে দেশকে রক্ষা করুন’
- মোংলায় জামায়াতে ইসলামীর ওলামা সম্মেলন অনুষ্ঠিত
- কাতারের মধ্যস্থতায় শান্তিচুক্তির পথে কঙ্গো ও এম২৩ বিদ্রোহীরা
- বিশ্বনাথে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন দুই সহস্রাধিক মানুষ
- বারী সিদ্দিকীর জন্মদিনে কেক কাটলেন হিমু পাঠক আড্ডার সদস্যরা
- তফসিলের আগে লটারির মাধ্যমে মাঠ প্রশাসনকে আবারও ঢেলে সাজাবে সরকার
- দিনাজপুরে জামায়াত প্রার্থীর মোটরসাইকেল র্যালি
- সিডরে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধগুলো আজও পুনর্নির্মাণ হয়নি
- যুক্তরাষ্ট্র থেকে গম নিয়ে মোংলা বন্দরে জাহাজ