বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৯ এপ্রিল। ইতোমধ্যে শুরু হয়েছে শিল্পীদের মধ্যে প্যানেল গোছানের তোড়জোড়। এবারের নির্বাচনে এখন পর্যন্ত দুটি প্যানেল অংশগ্রহণ নিয়ে হচ্ছে চর্চা। এর একটি হচ্ছে মিশা সওদাগর-ডিপজল পরিষদ। অন্য প্যানেলে থাকছেন নিপুণ। তার সঙ্গে কে থাকছেন তা নিয়ে এখনো রয়েছে ধোঁয়াশা। তবে গুঞ্জন রয়েছে এবারের নির্বাচনে সভাপতি পদে লড়বেন নিপুণ। তার সঙ্গে সাধারণ সম্পাদক পদে অনন্ত জলিল কিংবা মামনুন ইমন থাকতে পারেন। যদিও এ গুঞ্জনকে সাফ উড়িয়ে দিয়েছেন নিপুণ। বলেছেন, ‘এটা পুরোপুরিই গুজব। আমি সভাপতি পদে নয়, সাধারণ সম্পাদকের পদেই নির্বাচন করব। আর আমার প্যানেলে সভাপতি কে থাকছে সেটা নিয়েও চমক রয়েছে।’ এদিকে সাম্প্রতিক মেয়াদোত্তীর্ণ শিল্পী সমিতির কমিটিতে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন নিপুণ। আর সভাপতি হিসেবে ছিলেন ইলিয়াস কাঞ্চন। কিন্তু আগামী মেয়াদে সভাপতি পদে নির্বাচন করবেন না বলে জানিয়ে দিয়েছেন ইলিয়াস কাঞ্চন। ফলে সভাপতির পদের জন্য নতুন করে কাউকে খুঁজতে হচ্ছে নিপুণকে। এ পদের জন্য ইতোমধ্যে চিত্রনায়ক আলমগীর, মৌসুমী ও অনন্ত জলিলসহ বেশ কয়েকজন তারকার সঙ্গে যোগাযোগ করেছেন বলেও জানা গেছে। তবে কে থাকছে সে বিষয়ে এখনো চূড়ান্ত কিছুই জানা যায়নি। অন্যদিকে মিশা ও ডিপজল উভয়ে তাদের প্যানেলের বিষয়ে চূড়ান্ত জানিয়েছেন। পাশাপাশি শিগগিরই ২১ জনের সদস্য নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলেও নিশ্চিত করেছেন। এদিকে এখন চলছে মনোনয়ন বিক্রি। চলবে ৩০ মার্চ পর্যন্ত। ২ এপ্রিল দাখিল। প্রাথমিক ভোটার তালিকা প্রকাশ ২৪ মার্চ, চূড়ান্ত ভোটার তালিকা ২৮ মার্চ।
শিরোনাম
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
- ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা
- ‘শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ দক্ষতা-পেশাদারিত্ব দেখাতে হবে’
- ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধ ও কিশোরের
- এটি বড় ভূমিকম্পের আগাম বার্তা: গবেষক আনসারী
- নরসিংদীতে ভূমিকম্পে বাবা-ছেলেসহ তিনজনের মৃত্যু, অর্ধশতাধিক আহত
- চাটমোহরে রেললাইনে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
- ভূমিকম্পে হতাহতদের জন্য তারেক রহমানের শোক
- সেনাকুঞ্জে প্রধান উপদেষ্টা ও বিএনপি চেয়ারপারসনের সৌজন্য সাক্ষাৎ
- গাইবান্ধা স্টেডিয়াম পরিদর্শনে বিসিবি পরিচালক আসিফ আকবর
গুঞ্জনের জবাব দিলেন নিপুণ
শোবিজ প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর