বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৯ এপ্রিল। ইতোমধ্যে শুরু হয়েছে শিল্পীদের মধ্যে প্যানেল গোছানের তোড়জোড়। এবারের নির্বাচনে এখন পর্যন্ত দুটি প্যানেল অংশগ্রহণ নিয়ে হচ্ছে চর্চা। এর একটি হচ্ছে মিশা সওদাগর-ডিপজল পরিষদ। অন্য প্যানেলে থাকছেন নিপুণ। তার সঙ্গে কে থাকছেন তা নিয়ে এখনো রয়েছে ধোঁয়াশা। তবে গুঞ্জন রয়েছে এবারের নির্বাচনে সভাপতি পদে লড়বেন নিপুণ। তার সঙ্গে সাধারণ সম্পাদক পদে অনন্ত জলিল কিংবা মামনুন ইমন থাকতে পারেন। যদিও এ গুঞ্জনকে সাফ উড়িয়ে দিয়েছেন নিপুণ। বলেছেন, ‘এটা পুরোপুরিই গুজব। আমি সভাপতি পদে নয়, সাধারণ সম্পাদকের পদেই নির্বাচন করব। আর আমার প্যানেলে সভাপতি কে থাকছে সেটা নিয়েও চমক রয়েছে।’ এদিকে সাম্প্রতিক মেয়াদোত্তীর্ণ শিল্পী সমিতির কমিটিতে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন নিপুণ। আর সভাপতি হিসেবে ছিলেন ইলিয়াস কাঞ্চন। কিন্তু আগামী মেয়াদে সভাপতি পদে নির্বাচন করবেন না বলে জানিয়ে দিয়েছেন ইলিয়াস কাঞ্চন। ফলে সভাপতির পদের জন্য নতুন করে কাউকে খুঁজতে হচ্ছে নিপুণকে। এ পদের জন্য ইতোমধ্যে চিত্রনায়ক আলমগীর, মৌসুমী ও অনন্ত জলিলসহ বেশ কয়েকজন তারকার সঙ্গে যোগাযোগ করেছেন বলেও জানা গেছে। তবে কে থাকছে সে বিষয়ে এখনো চূড়ান্ত কিছুই জানা যায়নি। অন্যদিকে মিশা ও ডিপজল উভয়ে তাদের প্যানেলের বিষয়ে চূড়ান্ত জানিয়েছেন। পাশাপাশি শিগগিরই ২১ জনের সদস্য নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলেও নিশ্চিত করেছেন। এদিকে এখন চলছে মনোনয়ন বিক্রি। চলবে ৩০ মার্চ পর্যন্ত। ২ এপ্রিল দাখিল। প্রাথমিক ভোটার তালিকা প্রকাশ ২৪ মার্চ, চূড়ান্ত ভোটার তালিকা ২৮ মার্চ।
শিরোনাম
- ২০২৪ সালে যক্ষ্মায় মারা গেছে ১২ লাখ ৩০ হাজার মানুষ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- আটক ৬১৫ অভিবাসীকে মুক্তির নির্দেশ মার্কিন আদালতের
- বান্দরবানের লামায় মশাল মিছিল, গ্রেপ্তার ১
- সংবিধান সংশোধন করে সেনাপ্রধানের ক্ষমতা বাড়ালো পাকিস্তান
- নেত্রকোনায় হুমায়ূন আহমেদের জন্মদিনে হিমু উৎসব
- জকসু নির্বাচন উপলক্ষে ক্যাম্পাসের সব ব্যানার-ফেস্টুন সরানোর নির্দেশ
- সিলেটে প্রভাব নেই লকডাউনের
- আইরিশদের বিপক্ষে ইনিংস জয়ের পথে টাইগাররা
- চিরিরবন্দরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ৭৭ পরিবারের মাঝে ছাগল বিতরণ
- ফিলিস্তিনি ভূখণ্ডে নিরস্ত্র পুলিশ মোতায়েন জার্মানির
- মানুষ নেই, এআই দিয়ে লকডাউন পালন করছে আওয়ামী লীগ : এ্যানি
- রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪৩ নেতা-কর্মী গ্রেপ্তার
- নরসিংদীতে লকডাউনে সাড়া নেই, স্বাভাবিক জীবনযাত্রা
- রবিবার আরও ১২ দলের সঙ্গে ইসির সংলাপ
- ব্রাহ্মণবাড়িয়ায় গভীর রাতে রেললাইনে আগুন
- যুদ্ধবিরতির পরেও ২৪৫ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে ৮৩৩
- ক্যারিবিয়ান দেশগুলো আক্রমণে মিথ্যা নাটক সাজাচ্ছে আমেরিকা: মাদুরো
- সাংবাদিক সুভাষ সিংহের ব্যাংক হিসাব অবরুদ্ধ
- টাঙ্গাইলে প্রাথমিক বিদ্যালয়ে প্লে গ্রাউন্ড স্থাপন, আনন্দমুখর শিক্ষার নতুন দিগন্ত
গুঞ্জনের জবাব দিলেন নিপুণ
শোবিজ প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর