একুশে পদকজয়ী অভিনেতা আফজাল হোসেন বেশ কিছুদিন ধরে আছেন আমেরিকায়। স্ত্রী-সন্তান নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। সুন্দর সময় কাটাচ্ছেন। এর মধ্যে আমেরিকাতেই ‘দেয়ালের দেশ’ সিনেমাটি দেখেছেন। সিনেমাটি পরিচালনা করেছেন মিশুক মনি। প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন শরীফুল রাজ ও বুবলী। সুদূর আমেরিকায় গিয়ে দেশের সিনেমা ‘দেয়ালের দেশ’ দেখে তিনি বলেন, ‘গল্পটা চমৎকার। মুগ্ধ হয়েছি সিনেমাটি দেখে। দেশের সিনেমা এতদূরে এসেও প্রশংসা কুড়াচ্ছে। দর্শকরা দেখছেন এটা ভালো লাগার বিষয়। সিনেমায় যেভাবে গল্প বলা হয়েছে তাতে বাণিজ্য যতটাই থাকুক না কেন, শিল্প আছে। শিল্পটা খুব প্রয়োজন। সিনেমায় শরীফুল রাজ ও বুবলীর অভিনয়ের প্রশংসা করে তিনি বলেন, গল্পের সঙ্গে মিলিয়ে কাস্টিংয়ে রাজ ও বুবলী নতুন ডাইমেনশন। রাজ অসাধারণ অভিনয় করেছেন। সৃজনশীল অভিনয় করেছেন। খুব ভালো লেগেছে। চরিত্রের সঙ্গে মিশে গেছেন। বুবলীও রিয়েল অভিনয় করেছেন। দেয়ালের দেশ থেকে মনে হয়েছে একটা রিয়েল গল্পের ভিতর দিয়ে যাচ্ছি। বিশ্বাসযোগ্য করতে পেরেছে দর্শকদের কাছে, আমার কাছেও। তরুণ পরিচালকের বিষয়ে আফজাল হোসেন বলেন, ‘নতুনরা ভালো ভালো সিনেমার কথা ভাবছেন। ভালো গল্প নির্বাচন করছেন। এটা আশার কথা। কেউ কেউ আলাদা গল্প বলে দারুণ কিছু করছেন। নতুন ও তরুণরাই সুন্দর কিছু করবে আমি বিশ্বাস করি।’