বুধবার, ১৭ জুলাই, ২০২৪ ০০:০০ টা

এফ এ সুমনের জান রে ২

শোবিজ প্রতিবেদক

এফ এ সুমনের জান রে ২

আবারও জান রে নিয়ে হাজির হলেন কণ্ঠশিল্পী এফ এ সুমন। প্রযোজনা প্রতিষ্ঠান অন্তর মাল্টিমিডিয়ার ব্যানারে সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর জনপ্রিয় গানটির সিক্যুয়েল। গানের কথা লিখেছেন সৈয়দ রহমান। সুর ও সংগীতায়োজন করেছেন এফ এ সুমন নিজে। দারুণ আয়োজনে নির্মিত গানের ভিডিওচিত্রে মডেল হয়েছেন অন্তর হাসান, উৎস ও ওহী ইসলাম। জয় আব্রাহামের চিত্র গ্রহণে গানটির ভিডিও পরিচালনা করেছেন অন্তর হাসান। নতুন এ গান প্রসঙ্গে এফ এ সুমন বলেন, ‘আসলে জনপ্রিয় গানের সিক্যুয়েল হয় না। তার পরও অন্তরের অনুরোধে গানটি করেছি। গানের শিরোনাম জান রে ২ হলেও এটি সম্পূর্ণ মৌলিক একটি গান হিসেবে দারুণ হয়েছে। শ্রোতারা গান শুনে আরাম পাবেন।’

 

সর্বশেষ খবর