যাত্রা শুরু করেছে কলকাতার নতুন ওটিটি প্ল্যাটফরম ফ্রাইডে। উদ্বোধনের পর থেকেই প্ল্যাটফরমটিতে স্ট্রিমিং হচ্ছে বাংলাদেশি নির্মাতা আবু হায়াত মাহমুদের সিরিজ ‘ভালোবাসা’। ফ্রাইডে বাংলাদেশ থেকেও দেখা যাবে বলে জানিয়েছেন প্ল্যাটফরমটির এক কর্মকর্তা। সিরিজটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, জাকিয়া বারী মম, আদর আজাদ, নাদিয়া নদী প্রমুখ। নির্মাতা আবু হায়াত মাহমুদ বলেন, ‘বছরখানেক আগে সিরিজটি নির্মাণ করেছিলাম। গত জানুয়ারিতে নতুন এ প্ল্যাটফরমটি কিনে নেয়। প্ল্যাটফরমটির উদ্বোধনীতেই আমার সিরিজটি মুক্তি পেল, নিজের কাছে ভালোই লাগছে।’ সিরিজটির চিত্রনাট্য লিখেছেন মুনতাহা বৃত্তা। ‘ভালোবাসা’ সিরিজটির গল্প সম্পর্কে পরিচালক জানালেন, এটি সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত। মুম্বাই নগরীতে একটি পরিবারের দুজনের মৃত্যুকে কেন্দ্র করে এর গল্প এগিয়েছে।