ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো সুড়ঙ্গের পর নতুন ছবি করছেন। এটির ঘোষণা হয়েছিল বেশ আগেই। তবে সেই ছবিটির শুটিং কবে শুরু হবে তা নিয়ে চলছে জল্পনা-কল্পনা। এর আগে সুড়ঙ্গ ছবিতে আলোর ঝলক দেখান আফরান নিশো-তমা মির্জা। এবারও এ দুজনকে নিয়ে ফের মাঠে নামছেন রায়হান রাফী। জানা গেছে বিশ্বস্ত সূত্রে, এসভিএফ ও আলফা-আই এর ব্যানারে নির্মিতব্য এ ছবির নাম ‘অসিয়ত’। এ বছরের সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা ছবিটির শুটিং। মুক্তি পাবে আগামী রোজার ঈদে। তবে ছবিটি সম্পর্কে এখনো প্রযোজনা সংস্থা কিংবা সংশ্লিষ্ট কারও আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।