কাওয়ালি গান গাইলেন গায়ক, সুরকার ও সংগীত পরিচালক এস আই টুটুল। শহীদুল্লাহ্ ফরায়জীর কথায়, মুশফিক লিটুর সংগীতায়োজনে গানটির সুর করেছেন মুরাদ নূর। গানটির শিরোনাম ‘পিপাসার পানি’। এস আই টুটুল বলেন, ‘কাওয়ালি গান খুব একটা গাওয়া হয়নি। অনেক বছর আগে হুমায়ূন আহমেদের কথায় একটি গান করেছিলাম। এবার মুরাদ নূরের সুরে কাওয়ালি গান ‘পিপাসার পানি’ করলাম। আশা করি, গানটি সবার ভালো লাগবে। সময়ের পরিকল্পনা অনুযায়ী গানটি তৈরি করেছি।’ বন্যাপরিস্থিতি শিথিল হলেই নূর ক্রিয়েশনস ও এস আই টুটুলের অফিশিয়াল পেজসহ সব ডিজিটাল মাধ্যমে গানটি অবমুক্ত হবে।