শিরোনাম
মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

লাইফ সাপোর্টে মুস্তাফা মনোয়ার

শোবিজ প্রতিবেদক

লাইফ সাপোর্টে মুস্তাফা মনোয়ার

বাংলাদেশের প্রবীণ চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারকে গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। মুস্তাফা মনোয়ারের ব্যক্তিগত সহকারী মো. রুবেল মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, ‘প্রোস্টেট ক্যান্সারের চিকিৎসার জন্য কিছু দিন আগে স্যার ভারতের দিল্লি গিয়েছিলেন। দেশে ফিরে সুস্থই ছিলেন। বুধবার বিকালে বাসায় মাথা ঘুরে পড়ে গেলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। স্যারের অবস্থা খুবই খারাপ, আপনারা সবাই দোয়া করুন।’

মুস্তাফা মনোয়ার বাংলাদেশের একজন প্রখ্যাত চিত্রশিল্পী এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব। তিনি বাংলাদেশের শিশুতোষ অনুষ্ঠানের প্রধান শিল্পী হিসেবে বিশেষভাবে পরিচিত।  বাংলাদেশের চিত্রকলায় তাঁর অবদান ছাড়াও তিনি পাপেট বা পুতুলনাচের অঙ্গনে একজন পথিকৃৎ। এ জন্য তাঁকে ‘পাপেটম্যান’ও বলা হয়। 

 

সর্বশেষ খবর