‘ফুল নেয়া ভালো নয় মেয়ে/ফুল নিলে ফুল দিতে হয়/ফুলের মতন প্রাণ দিতে হয়’- লাইনগুলো পল্লীকবি জসীমউদ্দীনের; তাঁর ‘হলুদ বরণী’ কাব্যগ্রন্থের ‘ফুল নেয়া ভালো নয়’ কবিতার। পঙ্ক্তিতে এবার সুর বসেছে, তৈরি হয়েছে গান। কবিতার নামেই রাখা হয়েছে গানের শিরোনাম। আর গানটি গেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীত পরিচালক ইমন চৌধুরী। গানটির সুর-সংগীত আয়োজনও করেছেন তিনি। এ গানটির মাধ্যমে আত্মপ্রকাশ করল ‘বেঙ্গল সিম্ফোনি’ গানের দল। পরিবারের অনুমতি নিয়েই পল্লীকবির কবিতা থেকে গানটি করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ইমন চৌধুরী। আর এ গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন কনক খন্দকার। কক্সবাজারে হয়েছে গানের মিউজিক ভিডিওর দৃশ্য ধারণ।