দেশীয় দর্শক-সমালোচকদের সামনে হাজির হলো নতুন এক ‘আলী’। যে ‘আলী’ কানের ‘আলী’র চেয়ে পুরো বিপরীত এক অবয়ব। চোখে ক্রোধ, মুখে ক্ষতচিহ্ণ। খোঁজ নিয়ে জানা গেল, এবারের ‘আলী’ ইরফান সাজ্জাদ। পোস্টার প্রকাশ করে শুধু চমকেই দেয়নি, নির্মাতা জানিয়ে দিলেন, এ ‘আলী’ থাকছেন ঈদের মিছিলে। সম্প্রতি প্রকাশ পেয়েছে এ সিনেমায় ইরফানের ফার্স্টলুক। এ অভিনেতা সেটি শেয়ার করেছেন নিজের ফেসবুক দেয়ালে। ক্যাপশনে লিখেছেন- ‘আসছে’। সেখানে দেখা যায়, এ অভিনেতা রক্তচক্ষু নিয়ে তাকিয়ে আছেন সামনের দিকে! চোখে তার ভীষণ ক্রোধ! গালে ক্ষতচিহ্ন, মুখ হা করে তিনি যেন কিছু বলতে চান! ফার্স্টলুকে ঠিক এভাবেই ধরা দিয়েছেন ইরফান। তিনি বলেন, ‘এটা এমন একটি চরিত্র যা সবাই করতে চাইবে না। কারণ, এ চরিত্রটি কথা বলতে পারে না! এক কথায়, বাকপ্রতিবন্ধী। সেইসঙ্গে শারীরিক প্রতিবন্ধীও। সবকিছু ইঙ্গিতের মাধ্যমে প্রকাশ করে সে। আমাকে এটার জন্য সাইন ল্যাঙ্গুয়েজ শিখতে হয়েছে। ভীষণ চ্যালেঞ্জিং একটি চরিত্র। এটা কমার্শিয়াল সিনেমা। তবে আমি বলব খুব কম অভিনেতাই কমার্শিয়াল সিনেমায় এ ধরনের চরিত্র বেছে নেবেন। চ্যালেঞ্জ নিয়েই কাজটি করেছি।’ সিনেমাটি নির্মাণ করেছেন বিপ্লব হায়দার।