ছোট ও বড়পর্দার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। খুবই অল্প সময়ে তিনি ঈর্ষণীয় একটি অবস্থান তৈরি করেছেন শোবিজে। মডেল হয়ে ক্যারিয়ার শুরু করা ফারিণ অল্প দিনের মধ্যেই নাটক, ওটিটি ও সিনেমায় নিজেকে উদ্ভাসিত করেন। সাবলীল অভিনয় দিয়ে অতি দ্রুত নিজের মেধার পরিচয় দেন। তবে এত দর্শকের ভালোবাসা পাওয়ার পরও ফারিণ নাকি স্বামীর জন্য শোবিজ ছাড়তেও প্রস্তুত! এ কথা ফারিণ নিজেই বলেছেন। ফারিণ বলেন, ‘আমাকে সব সময় সমর্থন করার জন্য ধন্যবাদ দিতে চাই। আমাকে যে কজন মানুষ চেনে বা আমার কাজ দেখে, আমাকে পছন্দ করে- সেগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু আমাকে যদি স্বামী বা শোবিজ ক্যারিয়ার- দুইটার মধ্যে একটি বেছে নিতে বলা হয় আমি অবশ্যই আমার স্বামীকে বেছে নেব।’ স্বামী শেখ রেজওয়ানের সঙ্গে প্রেম ও বিয়ের বিষয়ে তিনি বলেন, ‘আমাদের সম্পর্কের (প্রেমের) ১০ বছর হয়ে গেছে। আমাদের সম্পর্কটা হয়েছিল না দেখেই! আমি জানি এ যুগে এমন কথা খুব অদ্ভুত শোনাচ্ছে। কিন্তু এটাই সত্য, আমি প্রেমে পড়ার আগে তার ছবিও দেখিনি। এর আগে কোনো দিন তার প্রোফাইলেই আমি যাইনি। সেই থেকে প্রেম, ওই একটাই প্রেম তারপর তো বিয়ে হলো। তার ভিতরে অসীম ধৈর্যশক্তি আছে যা আমার খুব ভালো লাগে। আমি যেমন মাঝে মাঝে বেশিই আবেগপ্রবণ আবার কোনো সময় কোনো আবেগই কাজ করে না, কিন্তু ও বরাবরই ব্যালেন্সড।’ প্রসঙ্গত, ফারিণ ক্যারিয়ারে শুরুতে রোমান্টিক নাটকের নায়িকা হিসেবেই দর্শকের মনে স্থান পেয়েছিলেন। কিন্তু নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর ‘লেডিস অ্যান্ড জেন্টলম্যান’ সিরিজে কমপ্লেক্স চরিত্রটি দারুণভাবে উপস্থাপন করে সবাইকে চমকে দেন। এরপর ফারিণ করেছেন নানামাত্রিক চরিত্র।