জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস উপলক্ষে আজ সন্ধ্যা ৬টা ২০ মিনিটে চ্যানেল আইতে প্রচার হবে ফেরদৌস আরার একক পরিবেশনা ‘মোরা আর জনমে’। এই প্রথম পর্যটননগরী কুয়াকাটায় মনোরম লোকেশনে নজরুলের গানের শুটিং করলেন শিল্পী ফেরদৌস আরা। নজরুলের জনপ্রিয় কিছু গান নিয়ে দর্শকদের মাঝে হাজির হবেন তিনি। গানগুলোর মধ্যে তেপান্তরের মাঠে, মোরা আর জনমে, এ কোন মায়ায়, দোলে বন-তমালের ঝুলনাতে। দোলে বন তমালের ঝুলনাতে-এ গানটি প্রথম আউটডোর লোকেশনে ভিডিওচিত্র ধারণ করা হয়েছে কুয়াকাটা ও ঢাকার বিভিন্ন মনোরম লোকেশনে।
নতুন এ গানগুলো দর্শক শ্রোতাদের মনে নতুন করে আনন্দ দেবে বলে বিশ্বাস করেন শিল্পী। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন অনন্যা রুমা।