র্যাম্প মডেল জান্নাতুল ফেরদৌস পিয়া এখন চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করছেন। এখন তিনি অভিনয় করছেন রিকিয়া মাসুদের 'দ্য স্টোরি অব সামারা'। এ ছবিতে পিয়ার বিপরীতে কোনো নায়ক দেখা যাবে না। কারণ তিনি প্রেম-ভালোবাসা ও আবেগকে প্রাধান্য দেন না। ভাবুক টাইপের গবেষণাপ্রিয় মেয়ে প্রিয়া। মূলত বিশ্ববিদ্যালয়পড়ুয়া পাঁচ বন্ধুকে ঘিরে আবর্তিত হয়েছে ছবির কাহিনী। এরই মধ্যে ঢাকার বিভিন্ন লোকেশনে ছবিটির বেশ কিছু অংশের চিত্রায়ণ সম্পন্ন হয়েছে। বর্তমানে চলছে আইটেম গানের শুটিং। আর এতে আইটেম গার্ল হিসেবে মঞ্চ কাঁপাচ্ছেন পিয়া। এই আইটেম গানের মধ্যে রয়েছে ভিন্ন ভিন্ন নাচের মুদ্রা অর্থাৎ কখনো পিয়াকে দেখা যাবে বেইলি ডান্স করতে, কখনো ক্লাসিক ডান্স আবার কখনো বা ওয়েস্টার্ন স্টাইলে।
পিয়া বলেন, এটি দারুণ সুন্দর গল্পের একটি চলচ্চিত্র। এতে আমার চরিত্রটি একটু ভিন্ন। বর্তমানে আইটেম গানটি করছি। একই গানে ভিন্ন ভিন্ন লুকে দর্শকরা খুঁজে পাবেন আমাকে।ছবিতে আরও অভিনয় করছেন এটিএম শামসুজ্জামান, সানজু, আমান, কাবিলাসহ অনেকে।