এবারের ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম একাডেমি অ্যাওয়ার্ডসের ১৫তম আসরটি বসছে ফ্লোরিডার ট্যাম্পায়। ২৩ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত চলবে আইফার ঝকমকে আসর। তার আগে মার্কিন কনস্যুলেটে সংবাদ সম্মেলনে উঠে এসেছে এক টুকরো বলিউড। ওই দিনের চমক বিপাশা-কারিনার চুম্বন। সবাই জানে, বিপাশা-কারিনার মধ্যে শীতল যুদ্ধ আছে। একে অন্যকে সবসময় এড়িয়ে চলেন। কিন্তু দেখা হয়ে যাওয়ায় দুজন চুম্বন করায় হতবাক সবাই।
সাইফ আলি খানের সঙ্গে কারিনা কাপুর, অনিল কাপুর, মাধুরী দীক্ষিত, বিপাশা বসু ও সংগীত পরিচালক প্রীতম উপস্থিত ছিলেন সাংবাদিকদের সামনে। বাকিরা আসবেন মুম্বাইয়ের মার্কিন কনস্যুলেটের প্রেস ব্রিফিংয়ে।