২০ বছরেরও বেশি সময়ের ক্যারিয়ারে অস্কারের জন্য মনোনীত হয়েছেন পাঁচবার; হলিউড অভিনেতা লিওনার্দো ডি-ক্যাপ্রিওর কাছে তাই অস্কার মনোনয়ন ডালভাতই হয়ে যাওয়ার কথা। অথচ প্রথম যখন মনোনীত হয়েছিলেন ১৯৯৩ সালের সিনেমা 'হোয়াটস ইটিং গিলবার্ট গ্রেপস'র জন্য, তখন নাকি আনন্দিত হওয়ার বদলে ভয়ে কেঁপে উঠেছিলেন তিনি। যখন পেয়েছিলেন ক্যারিয়ারের প্রথম অস্কারের মনোনয়ন, তখন তার বয়স ছিল মাত্র ১৯ বছর। 'ওয়াটস ইটিং গিলবার্ট গ্রেপস' সিনেমার জন্য সেরা পার্শ্ব অভিনেতার ক্যাটাগরিতে অস্কার মনোনয়ন পান ডি-ক্যাপ্রিও। কিন্তু জিতে গেলে শত শত মানুষের সামনে কীভাবে ট্রফিটি হাতে নেবেন, সেটাই ছিল তার ভয়ের মূল কারণ!