এবার মিস্টার পারফেকসনিস্ট আমির খান দিলেন বলিউডের সেরা চমক। তার আর শাহরুখ খানের সম্পর্কের শীতলতার খবরটি নাকি স্রেফ গুজব! শুধু তাই নয়, একটি নামী দৈনিকে আমির আরও বলেন, শাহরুখ তার বন্ধু।
তিনি বলেন, শাহরুখ ও আমি একসঙ্গে এই ইন্ডাস্ট্রির সমস্যাগুলো নিয়ে আওয়াজ তুলেছি। শুধু অভিনেতারাই নন, পরিচালক, প্রযোজক, টেকনিশিয়ান, সঙ্গীত পরিচালক, প্রদর্শক, পরিবেশকদের একসঙ্গে এই ইন্ডাস্ট্রির উন্নতির স্বার্থে এগিয়ে আসতে হবে।
কয়েকমাস আগে দিল্লিতে একটি অনুষ্ঠানে যাওয়ার সময় এক বিমানে ওঠেন শাহরুখ ও আমির। দিল্লির দুস্থ নারীদের জন্য চলা একটি বিশেষ গাড়ি সার্ভিস থেকে গাড়ি ব্যবহার করার জন্য শাহরুখকে রাজি করান আমির। তারপর দুই খান একসঙ্গে একই গাড়িতে চড়ে ইভেন্টে যোগ দিতে যান।
এদিকে, আমিরের সঙ্গে সালমানের সাম্প্রতিককালের বন্ধুত্বের কথা তো সকলেরই জানা। সেই বন্ধুত্বের জোর এতোটাই বেশি যে, তারা দু'জন দু'জনের ছবির প্রচার করতে পিছপা হন না। রিলিজের আগেই একে অপরের কাজের প্রশংসায় পঞ্চমুখ হন।