চলতি মাসেই গোপনে বিয়ে করেন মার্কিন অভিনেত্রী ও গায়িকা লেইটন মিজার। বরটি আর কেউ নয়, সবার পরিচিত অভিনেতা আদম ব্রুডি। দু'জনই সেলিব্রেটি। আর এটাই যেন কাল হলো দু'জনের জন্য। ব্যস্ততার কারণে বিয়ের পর বারবার পরিকল্পনা করেও হানিমুনটি করা হলো না। মিজার সময় বের করলে ব্রুডির শিডিউল ব্লক। আবার ব্রুডি প্লেনের টিকেট কেটে আনলে মিজারের শ্যুটিং।
তবে এতে আফসোস থাকলেও মন খারাপ নেই লেইটনের। বরং স্বামীকে পেয়ে সে ব্যাপক খুশি। জানা যায়, ২৭ বছর বয়সী এ অভিনেত্রী খুশিতে তার বিয়ের আংটিটি বন্ধুদের দেখিয়ে বেড়াচ্ছেন। পিপল ডটকমের সূত্র অনুযায়ী, ‘বিয়ে করে তিনি খুব সুখে আছেন। তার বিয়ের আংটিটিও অসম্ভব সুন্দর। তিনি এটি খুব পছন্দ করেছেন।’
টিনেজ শো ‘গসিপ গার্ল’-এ অভিনয় করে ব্যাপক খ্যাতি পেয়েছিলেন মার্কিন অভিনেত্রী ও গায়িকা লেইটন মিজার। প্রেম-ভালবাসার গণ্ডিটা হলিউডের অন্য সেলিব্রেটিদের মতো অতটা বিস্তৃত নয়। ‘দ্য অরেঞ্জ’স ছবির সেটে অভিনেতা আদম ব্রুডির সঙ্গে পরিচয়। অতঃপর প্রেম। দীর্ঘ এক বছর প্রেম করার পর ২০১৩ সালের ডিসেম্বরে তারা বাগদান সম্পন্ন করেন। এরপর চলতি মাসে গোপনে বিয়ে করেন।
এদিকে গত সাপ্তাহিক ছুটিতে এই নবদম্পতিকে মেক্সিকোর সেন্ট রেগিস পুনতা মিতা রিসোর্টে একসঙ্গে দেখা গেছে। তবে হানিমুনের উদ্দেশ্যে সেখানে যাননি তারা। লেইটনের শুটিং চলছিল সেখানে। মূলত পেশাগত একটি ভ্রমণের অংশ হিসেবে একসঙ্গে দেখা যায় তাদের।