সম্প্রতি অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে জনপ্রিয় গীতিকবি ও নাট্যকার অনুরূপ আইচের নতুন গল্পের বই 'প্রেম নয় ভালোবাসা'। কলকাতা ও বাংলাদেশের বিভিন্ন পত্রিকায় প্রকাশিত গল্প সংকলন নিয়ে এই বইটি সাজানো হয়েছে। বইটি প্রকাশিত হয়েছে ভাষাচিত্রের ব্যানারে। গ্রন্থমেলার ৩৭৯-৩৮০ নম্বর স্টলে বইটি পাওয়া যাচ্ছে। নতুন এ বই প্রসঙ্গে অনুরূপ আইচ বলেন, 'প্রেম ও ভালোবাসার মধ্যে যে পার্থক্য আছে তা জানা যাবে এই বইটি পড়ে। প্রকাশকের কাছে জানতে পেরেছি, বইটি পাঠকদের মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছে। এটা আমার জন্য আশার বিষয়।' পাশাপাশি গত বইমেলায় প্রকাশিত অনুরূপ আইচের গল্পের বই 'অ্যালকোহল'ও পাওয়া যাচ্ছে বাংলা প্রকাশের স্টলে। গল্প লেখার পাশাপাশি তিনি নিয়মিত গান এবং নাটকও লিখছেন আগামী ঈদের জন্য।