প্রায় দুই বছর পর দ্বিতীয় একক অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছেন আনুশেহ আনাদিল। বর্তমানে তিনি নতুন অ্যালবামের কাজ নিয়েই ব্যস্ত রয়েছেন। এর আগে ২০১২ সালে আনুশেহ প্রকাশ করেন তার প্রথম একক অ্যালবাম 'রাই'। ওই সময় অ্যালবামটি শ্রোতা মহলে বেশ প্রশংসিত হয়। নতুন একক অ্যালবাম প্রসঙ্গে আনুশেহ বলেন, 'আমার প্রথম অ্যালবামটি এখনো সিডি আকারে প্রকাশ হয়নি। কিন্তু এর মিউজিক ভিডিও নির্মাণের কাজ শুরু করেছি। সব কিছু ঠিক থাকলে বছরের শেষে আমার দ্বিতীয় অ্যালবামটি অনলাইনে প্রকাশ করব।' এবারও বাদ্যযন্ত্রে থাকছে- তন্ময় বোস, স্যাম মিলস, পান্ডু হোয়াইটস, দেবজ্যোতি মিশ্র, ব্যান্ড ইন্ডিয়ান ওশান, তালতন্ত্রসহ অনেকে।