বড়পর্দার মতো ছোটপর্দায়ও দর্শক-মন রাঙিয়েছেন, অনুভূতি কেমন?
অবশ্যই ভালো লাগছে। বড়পর্দায় এসেছিলাম নায়িকা হয়ে। পরে চরিত্রাভিনেত্রী হলাম। দুই ক্ষেত্রেই দর্শক আমাকে সাদরে গ্রহণ করেছে। একসময় ছোটপর্দার নাটকে যুক্ত হলাম। এখানেও দর্শকপ্রিয়তা পেয়েছি। আসলে আমাদের দর্শকরা খুব ভালো। তারা মানসম্মত নির্মাণ এবং অভিনয় পেলে সহজেই তা গ্রহণ করে।
ডেইলি সোপে অভিনয় করেও সাড়া জাগিয়েছেন, এ বিষয়ে কিছু বলুন_
হ্যাঁ, গুলশান এভিনিউ, জীবন সংসার, মেঘের খেয়াসহ বেশ কয়েকটি ডেইলি সোপে কাজ করে প্রশংসা পেয়েছি। আমার সৌভাগ্য এগুলোর মানের কারণে খুব সহজে দর্শক গ্রহণ করে নিয়েছে।
অভিযোগ রয়েছে ডেইলি সোপগুলো ভারতীয় সিরিয়ালের নকল-
হ্যাঁ, অনেকটা তাই হচ্ছে। কারণ এদেশে বর্তমান সময়ের লেখকদের মধ্যে ধৈর্যের অভাব। তারা কষ্ট করে স্বকীয় কিছু সৃষ্টি করতে চান না। লেখাকে তারা একমাত্র পেশা হিসেবে গ্রহণ করছেন না। বাড়তি পেশা হিসেবে নিচ্ছেন। কিন্তু ভারতে লেখাই হচ্ছে লেখকদের একমাত্র পেশা। ফলে আমাদের লেখকরা ভারতীয় সিরিয়ালের অনুকরণে দায়সারা গোছের কাজ করছেন। আমাদের দেশে গল্পের প্লটের অভাব নেই। কিন্তু লেখকরা লেখাকে ব্যবসা হিসেবেই নিয়েছেন।
চলচ্চিত্রে আগের মতো উপস্থিতি নেই, কেন?
প্রচুর প্রস্তাব আসছে। কিন্তু ব্যাটে-বলে মিলছে না। মানে ডিজিটাল চলচ্চিত্রের নামে স্বল্প বাজেটে যা নির্মাণ হচ্ছে তাকে চলচ্চিত্রের সংজ্ঞায় ফেলা যায় না। আমাদের মতো শিল্পীরা তো স্বল্প পারিশ্রমিকে কাজ করবে না। তাই তারা নামমাত্র অর্থে অদক্ষ শিল্পীদের নিয়ে কাজ করতে গিয়ে ডিজিটালের নামে চলচ্চিত্রের বারোটা বাজাচ্ছে। এটি চলচ্চিত্র শিল্পের জন্য অশনিসংকেত।
নাটক প্রযোজনা বন্ধ করে দিয়েছেন, কেন?
কীভাবে প্রযোজনা করব। টিভি চ্যানেলগুলো নাটকের দাম কমিয়ে দিয়েছে। অথচ বিজ্ঞাপনের হার ক্রমেই বাড়ছে। টিভি মালিকরা নাটক বা অনুষ্ঠান নির্মাতাদের ঠকিয়ে ব্যবসা করে যাচ্ছেন। এখন আত্দতৃপ্তির জন্যই লোকসান গুনে সবাই নির্মাণ করছেন। এটি টিভি নাটক বা অনুষ্ঠানের জন্য নেতিবাচক দিক। লোকসান গুনতে গুনতে বাধ্য হয়ে আমার প্রযোজনা সংস্থা দি এল দি বন্ধ করে দিয়েছি।
চলচ্চিত্র পরিচালনায় আসবেন?
সব শিল্পীই এক সময় নির্মাণে আসতে চান। কিন্তু ভাঙা মন নিয়ে কতটা পথ এগোনো যায়। টিভি নাটক নির্মাণ করতে গিয়ে ক্ষতির মুখে পড়ে মন ভেঙেছে। ডিজিটাল চলচ্চিত্রের অবস্থা দেখে শঙ্কিত হয়ে পড়েছি। দেখা যাক আগামীতে কী হয়। চলচ্চিত্র নির্মাণের ইচ্ছাকে এখনো বাঁচিয়ে রেখেছি।
* শোবিজ প্রতিবেদক