টলিউডের এ সময়ের আলোচিত নায়ক দেব এখন ঢাকায়। টালিগঞ্জের একটি চলচ্চিত্রের শুটিংয়ে অংশ নিতে তার এই সফর। সোমবার সকালে ঢাকায় এসেছেন তিনি। থাকবেন ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।
এ সময় পুরনো ঢাকা ও মানিকগঞ্জের বিভিন্ন লোকেশনে শুটিং হবে ছবিটির। পশ্চিমবঙ্গের প্রখ্যাত কথা সাহিত্যিক সমরেশ মজুমদারের 'বুনোহাঁস' উপন্যাস অবলম্বনে চলচ্চিত্রটি নির্মাণ করছেন অনিরুদ্ধ রায় চৌধুরী। রিলায়েন্স এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত হচ্ছে ছবিটি। গত শনিবার 'বুনোহাঁস'-এর ট্রেইলার ছাড়া হয়েছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ প্রসঙ্গে বাংলাদেশ প্রতিদিনকে নির্মাতা অনিরুদ্ধ রায় জানান, কাহিনীর প্রয়োজনে ঢাকায় এই চলচ্চিত্রের একটি অংশের শুটিং করতে হচ্ছে। তাই শুটিং ইউনিট নিয়ে আমার ঢাকা আগমন।
অন্যদিকে সমরেশ মজুমদার বলেন, উপন্যাসটি এবার বড়পর্দার জন্য অপেক্ষা করছে। আশা করছি দর্শকরা ছবিটি উপভোগ করবেন। তিনি আরও বলেন, একটি সহজ সরল ছেলে কিভাবে অন্ধকার জগতে জড়িয়ে পড়তে পারে তাই তুলে ধরা হয়েছে এই ছবিতে। ২০১২ সালে এই উপন্যাসটি লিখেছিলাম।
জানা গেছে, ছবিটিতে দেব অভিনীত চরিত্রের নাম 'অমল'। চলচ্চিত্রের শিরোনামও থাকছে 'বুনোহাঁস'। এতে দেব ছাড়া আরও অভিনয় করছেন মুনমুন সেন, রাইমা সেন, তনুশ্রী, শ্রাবন্তীসহ অনেকে।চলচ্চিত্রের নির্মাণ কাজ এখন শেষ পর্যায়ে রয়েছে এবং শেষ দৃশ্যের কিছু অংশের চিত্রায়ণ হবে ঢাকায়।