অনেকটা শখের বশেই চলচ্চিত্রে অভিনয় শুরু করেন অভিনেত্রী নিম্নি। তার প্রথম চলচ্চিত্র 'ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল'। এটি পরিচালনা করেছেন বিনোদন সাংবাদিক ও নাট্যনির্মাতা সাইফ চন্দন। অভিনয়ে প্রথম হলেও মিডিয়ায় নিম্নির শুরুটা মডেলিং দিয়ে। দেশের বিভিন্ন জনপ্রিয় ব্যান্ডের মডেল হিসেবে তিনি কাজ করেছেন অনেকটা সময়। তবে নতুন খবর হচ্ছে সৈকত ইসলামের পরিচালনায় 'নদীর বুকে চাঁদ' শিরোনামের একটি নতুন চলচ্চিত্রে অভিনয় করছেন তিনি। চলচ্চিত্রটি প্রযোজনা করছে জাদু মুভি। নতুন ছবি প্রসঙ্গে নিম্নি বলেন, 'নয়টি গান, রোমান্টিক ও কমিডিতে ভরা এ ছবির গল্পটি। এখানে আমার চরিত্রটির নাম নদী।' কিছুদিনের মধ্যে চলচ্চিত্রটির কাজ শুরু হবে বলে জানিয়েছেন নিম্নি। এ ছাড়াও জাজ মাল্টিমিডিয়ার একটি ছবিতে অভিনয় করার কথা আছে তার।