ফাগুনের মলাট
অমর একুশে গ্রন্থমেলা উপলক্ষে পাঞ্জেরী পাবলিকেশন্স নিবেদিত বই এবং পাঠকদের
নিয়ে দেশ টিভির প্রতিদিনের বিশেষ অনুষ্ঠান 'ফাগুনের মলাট'। ফাগুনের মলাটে বাংলা ভাষা, বাংলা ভাষার লেখক এবং চিরায়ত বাংলা বইগুলো নতুন পাঠকদের সামনে উপস্থাপন করা হবে। যাতে নতুন বইয়ের পাশাপাশি মানসস্পন্ন বই সহজে খুঁজে পান অনুসন্ধানী পাঠক। শফিউল শাহিনের প্রযোজনায় এবং সামিয়া জামান মুনের উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রচার হবে বইমেলা অর্থাৎ ফেব্রুয়ারির প্রতিদিন সন্ধ্যা ৬টায়।
রেডিও চকলেট রিলোডেড
দেশ টিভিতে আজ দেখা যাবে ইকবাল হোসেন চৌধুরীর রচনা এবং রেদোয়ান রনির পরিচালনায় দীর্ঘ ধারাবাহিক নাটক রেডিও চকলেট রিলোডেড। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন_মোশাররফ করিম, সুমাইয়া শিমু, শহীদুজ্জামান সেলিম, রোজী সিদ্দিকী, ইরেশ যাকের, স্বাগতা, অপর্ণা, মিশু সাবি্বর, বাবর, ম ম মোর্শেদ, আরাবী, তন্দমুখ।
সপ্তাহের মঙ্গল থেকে বৃহস্পতিবার রাত ৯টা ৪৫ মিনিটে প্রচারিত হবে।
সেরা রন্ধনশিল্পী
এটিএন বাংলায় আজ থেকে প্রচার শুরু হচ্ছে আন্তর্জাতিক মানের রান্নাবিষয়ক রিয়েলিটি শো 'মিজান মালয়েশিয়ান পাম অয়েল সেরা রন্ধনশিল্পী ২০১৩'। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শেপ রেশাদ মাহমুদের উপস্থাপনা ও পরিচালনায় অনুষ্ঠানটি প্রতি মঙ্গলবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে প্রচার হবে। ভ্রমণবিষয়ক পাক্ষিক পত্রিকা দ্য বাংলাদেশ মনিটরের সার্বিক ব্যবস্থাপনায় দেশের সুপ্ত রন্ধনশিল্পী প্রতিভা অন্বেষণের লক্ষ্যে সারা দেশ থেকে আগ্রহী রন্ধনশিল্পীদের কাছ থেকে রেসিপি আহ্বানের মাধ্যমে এর প্রাথমিক কার্যক্রম শুরু হয়।
যোগাযোগ গোলযোগ
এনটিভিতে আজ রাত ৮টা ১৫ মিনিটে প্রচার হবে নতুন ধারাবাহিক নাটক 'যোগাযোগ গোলযোগ'। নাটকটি প্রতি সোম ও মঙ্গলবার প্রচার হচ্ছে। এজাজ মুন্নার রচনা ও পরিচালনায় এই নাটকে অভিনয় করেছেন আফজাল শরীফ, আবদুল কাদের, খালিকুজ্জামান, আজাদ আবুল কালাম, সাজু খাদেম, মীর সাবি্বর, সুমাইয়া শিমু, উর্মিলা কর, মার্শিয়া, ফেরদৌসী লিনা, কুমকুম হাসান, আমিন আযাদ, কামাল বায়েজীদ প্রমুখ।
সংসার সীমান্তে
একুশে টেলিভিশনে আজ ৯টা ৩০ মিনিটে প্রচার হবে নতুন ধারাবাহিক নাটক 'সংসার সীমান্তে। সম্পূর্ণরূপে হাসি-কান্না, সুখ-দুঃখসহ বিভিন্ন নাটকীয়তায় ভরা একটি পারিবারিক নাটক 'সংসার সীমান্তে'। এ আলম খানের রচনা এবং কাজী আমিরুল ইসলাম শোভার পরিচালনায় 'সংসার সীমান্তে' নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, আজিজুল হাকিম, মীর সাবি্বর, নাদিয়া, আলভী প্রমুখ।
রাত-বিরাতে বন্যা মির্জা
ভিন্নধর্মী স্ট্রিট শো 'রাত-বিরাতে'-এবারের পর্বের অতিথি অভিনয়শিল্পী বন্যা মির্জা। অনুষ্ঠানে তিনি কথা বলেছেন তার জীবনের নানা গুরুত্বপূর্ণ ঘটনা, জানা-অজানা তথ্যসহ ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে। রাতের সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি উপস্থাপকের সঙ্গে তার স্মৃতিবিজড়িত স্থানে বেড়িয়েছেন এবং শুনিয়েছেন বেশ কয়েকটি গান। কবি আসাদ চৌধুরীর উপস্থাপনায় বাংলাভিশনে আজ রাত ১১টা ২৫ মিনিটে প্রচার হবে 'রাত-বিরাতে'র এ পর্বটি। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন কাওনাইন সৌরভ।
চার দেয়ালের কাব্য
এটিএন বাংলায় আজ বিকাল ৪টা ২০ মিনিটে প্রচার হবে ইন্টেরিয়র ডিজাইন নিয়ে অনুষ্ঠান 'চার দেয়ালের কাব্য'। ঘরটা হবে দখিনা দুয়ারি। জানালার ফাঁক গলে মিষ্টি নরম রোদ আলতো করে ছুঁয়ে যাওয়া কিংবা এক চিলতে বারান্দায় বসন্তের খোলা হাওয়ায় মন জুড়িয়ে যাওয়া_এমন একটি ঘরের কল্পনা সবার মনে উঁকি দিয়ে যায়। সেই ঘর সাজানোর গল্প নিয়ে সেলিম দৌলা খানের পরিচালনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন জনপ্রিয় উপস্থাপিকা রুমানা মালিক মুনমুন।
ভালোবাসা কারে কয়
একুশে টেলিভিশনে প্রচার শুরু হয়েছে নতুন ধারাবাহিক নাটক 'ভালোবাসা কারে কয়'। মোবারক দুর্বারের রচনা এবং জাহাঙ্গীর আলম সুমনের পরিচালায় 'ভালোবাসা কারে কয়' ধারাবাহিকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ড. ইনামুল হক, অপর্ণা, মীর সাবি্বর, হুমায়রা হিমু, আবিদ রেহান, শিরিন আলম, রমিজ রাজুসহ আরও অনেকে। নাটকটি একুশে টেলিভিশনে প্রতি মঙ্গল ও বুধবার রাত ৮টা ২০ মিনিটে প্রচার হবে।
কাম টু দ্য পয়েন্ট
মানিক মানবিকের কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনায় ধারাবাহিক 'কাম টু দ্য পয়েন্ট'। এতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, চিত্রলেখা গুহ, সাজু খাদেম, আশফাকুল নোমান, প্রাণ রায়, নওশাবা, শানু, রুকসানা হীরা, প্রিয়া আমান, কাজী উজ্জ্বল, অনামিকা, অনুভব, আল-আমিন প্রমুখ। নাটকটি এসএ টেলিভিশনে প্রচার হবে আজ রাত ৮টায়।
শীলা, নীলা, মিলা, ইলা এবং লীলা... জালাল খানের পাঁচ কন্যা। কোনো পুত্র সন্তান নেই। বিশাল বাড়িতে বসবাস, বিশাল তাদের হাব-ভাব।