উপমহাদেশের কিংবদন্তি সংগীত ব্যক্তিত্ব ভূপেন হাজারিকার জীবনী অবলম্বনে সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছেন তার দীর্ঘদিনের সহকারী এবং নির্মাতা কল্পনা লাজমি। সিনেমাটির চিত্রনাট্য লিখছেন কল্পনা। তবে লিখে শেষ করার জন্য আরেকজন চিত্রনাট্যকারের সাহায্য প্রয়োজন তার। আর তাই আপাতত চলছে চিত্রনাট্যকার খোঁজার কাজ। সেই সঙ্গে সিনেমার প্রযোজকের খোঁজেও রয়েছেন কল্পনা। সম্প্রতি কল্পনা বলেন, 'আমি সিনেমাটির চিত্রনাট্য লিখছি, লেখা শেষ করার জন্য আপাতত একজন সহ-লেখকের খোঁজে আছি। মহেশ ভাট আমাকে এ বিষয়ে সার্বিক সহযোগিতা করছেন।' কল্পনা জানান, প্রযোজকের খোঁজ পাওয়ার পরই তিনি সিনেমার কলাকুশলী নির্ধারণ করবেন। তিনি বলেন, 'চিত্রনাট্য লেখার জন্য কাউকে না পেলেও সমস্যা নেই। এরপর আমি প্রযোজকের খোঁজে বের হব। প্রযোজক পাওয়ার পরই আমি কলাকুশলী খুঁজব, এর আগে নয়।' কল্পনার এ সিনেমাটি প্রযোজনা করবেন পূজা ভাট। আর সিনেমায় কল্পনার চরিত্রে অভিনয়ও করতে পারেন পূজা।