বর্তমানে বিভিন্ন টেলিভিশনে একক ও ধারাবাহিক নাটক নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছে লাঙ্ চ্যানেল আই সুপারস্টার নিশা। কিন্তু ধারাবাহিক থেকে একক নাটকে অভিনয় করতেই বেশি পছন্দ করেন এই অভিনেত্রী। তাই ধারাবাহিকতায় শহীদুজ্জামান সেলিমের পরিচালনায় ও লিটু সাখাওয়াত এর রচনায় নতুন একটি একক নাটকে অভিনয় করতে যাচ্ছেন নিশা। নিশা জানান, ' নাটকের গল্পটি আমার অনেক ভালো লেগেছে। গল্পটি সাজানো হয়েছে আমাদের যুদ্ধ নিয়ে। আশা করছি কাজটি ভালো হবে।' তিনি আরও বলেন 'ছোট পর্দার পাশাপাশি আমি বড় পর্দায় অভিনয় করতে চাই। কারণ বর্তমানে আমাদের দেশে ভালো চলচ্চিত্র নির্মাণের জোয়ার শুরু হয়েছে। বর্তমানে নিশার বেশ কিছু একক ও ধারাবাহিক নাটক বিভিন্ন টিভিতে প্রচার হচ্ছে। তার মধ্যে রয়েছে- এক অন্য সকাল, যে জীবন গল্পের মতো, নোনা জল, ঘাস ফরিঙের গল্প, নোয়াশাল ইত্যাদি।