'হায়দার' ছবির শুটিংয়ের সময় অসুস্থ হয়ে পড়া টাবু এখন ভালো আছেন। কাশ্মীরে ছবির শুটিং চলাকালীন প্রচণ্ড ঠাণ্ডায় শ্বাসকষ্ট শুরু হয় টাবুর। তাকে ভর্তি করা হয় শুটিং স্পট থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে একটি হাসপাতালে। ডাক্তাররা জানান, ভালোই আছেন তিনি। পরিচালক বিশাল ভরদ্বাজ জানান, টাবুকে দেখে গতকাল খুব ভয় পেয়ে গেছিলাম। সম্প্রতি বিশাল ভরদ্বাজ পরিচালিত 'হায়দার' ছবির শুটিং করতে কাশ্মীরে যান 'চাঁদনী বার'খ্যাত এই অভিনেত্রী। আর সেখানে পেঁৗছেই হিমশীতল আবহাওয়ায় কাবু হয়ে পড়েন তিনি। যদিও ধোঁয়ার কারণে অসুস্থ হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। টাবু যখন শুটিং হাউসে পৌঁছান তখন প্রচণ্ড ঠাণ্ডায় সবকিছু জমে যাওয়ার মতো অবস্থা। ঠাণ্ডার কারণে এক রকম কাঁপছিলেন টাবু। তারপরও পরিচালক আর ইউনিটের কথা চিন্তা করে শুটিংয়ের প্রস্তুতিও সম্পন্ন করেন।