মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকেই শুরু হতে চলেছে বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খানের জনপ্রিয় শো ‘সত্যমেব জয়তে’-এর সিজন টু। আর তাই আমিরের নিরাপত্তা নিয়ে এখন তৎপর ভারতের পুলিশ। কারণ গতবারে জনপ্রিয়তা সঙ্গে সঙ্গে আমির বাড়িয়ে তুলেছিলেন শত্রু সংখ্যা। এমনকি জীবনহানির হুমকিও পেয়েছিলেন নানা মহল থেকে।
অবশ্য তাতে দমে যাননি বলিউডের এই অভিনেতা। শুধু গিমিক নয়, দুর্নীতি সরিয়ে সত্যতাকে সবার সামনে নিয়ে আসতে আমিরের ‘সত্যমেব জয়তে’ তাই শুধু টিআরপিতে এক নম্বর নয়, বরং দেশ-বিদেশের দর্শকদের কাছে তুমুল জনপ্রিয়।
সেই একই উদ্দেশ্য নিয়ে ‘সত্যমেব জয়তে টু’-তে ফের আমির খান। তবে এবার সাহসী আমির আরও বেশি সাহসী হতে চলেছেন এই টকশোয়ের নতুন এপিসোডে। তাই নিরাপত্তা ব্যবস্থাও এবার আরও বেশি জোরদার।
খবর অনুযায়ী, মার্চের ২ তারিখ অনুষ্ঠান শুরু হওয়ার আগে থেকেই আমিরের বাড়িতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থার আয়োজন করা হয়েছে। বাড়ির প্রবেশের মুখেই প্রায় ৫ দফায় সার্চ করা হচ্ছে অতিথিদের। এমনকি ঘনিষ্টরাও নাকি বাদ পড়ছেন না নিরাপত্তা ব্যবস্থার আয়তা থেকে। সিসিটিভি-র সাহায্যে পুরো বাড়িকেই রাখা হচ্ছে নজরদারিতে।
এই নিরাপত্তা শুধু বাড়িতেই নয়, রয়েছে আমিরের গাড়িতেও। বুলেট প্রুফ গাড়িতেই আপাতত যাতায়ত করছেন তিনি। এই গাড়ি করেই স্টুডিওতে যাওয়া-আসা করবেন আমির। নিরাপত্তা রয়েছে স্টুডিও চত্বরেও।
লোকসভা নির্বাচনের আগে আমিরের এই সত্যান্বেষণ প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন অনেকেই। কারণ এই সময়ই সামাজির প্রশ্নগুলো মাথা চাড়া দিয়ে ওঠে সবচেয়ে বেশি ৷ রাজনীতিবিদরা মনে করছেন, লোকসভা ভোটেও ‘সত্যমেব জয়তে’র প্রভাব পড়তে পারে।