ক্যারিয়ারের সুবর্ণ সময় পার করছেন নুসরাত ইমরোজ তিশা। ছোটপর্দায় তো বটেই বড়পর্দায়ও আলো ছড়াচ্ছেন তিনি। 'টেলিভিশনে'র পর অভিনয় করছেন আরও কিছু ছবিতে। এর মধ্যে নতুন খবর হচ্ছে, আবার বিজ্ঞাপনে ফিরেছেন তিশা। ছয় বছর পর বিজ্ঞাপনের মডেল হলেন তিনি। স্কয়ারের একটি পণ্যে কাজ করছেন তিশা। এতে তার কো-মডেল হয়েছেন তাহসান। এই প্রথম একসঙ্গে বিজ্ঞাপনচিত্রে কাজ করছেন তিশা ও তাহসান। বিজ্ঞাপনটির শুটিং চলছে ঢাকার মিরপুর ডিওএইচএস ও কোক স্টুডিওতে। এটি নির্দেশনা দিচ্ছেন মোস্তফা সরয়ার ফারুকী। তিশা এর আগে সর্বশেষ মডেল হয়েছিলেন প্যারাসুটের একটি বিজ্ঞাপনে।