জমকালো আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে সম্মানজনক অস্কার পুরস্কার ঘোষণা করা হয়েছে। ৮৬তম অস্কারে এবার সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে 'টুয়েলভ ইয়ারস এ স্লেভ'। গ্র্যাভিটির জন্য সেরা পরিচালক হয়েছেন আলফনসো কুয়ারন। ছবিটি সাতটি শাখায় পুরস্কার পেয়েছে। ব্লু জেসমিনের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন কেট ব্ল্যানচেট। আর ডালাস বায়ার্স ক্লাবের জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন ম্যাথু ম্যাকনাহে। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের হলিউডে অবস্থিত ডলবি থিয়েটারে ঘোষণা করা হয়েছে ২০১৪ সালের একাডেমি অ্যাওয়ার্ড অব মেরিট। বিশ্বের ২০০টির বেশি দেশের দর্শক ব্যাপক আগ্রহ নিয়ে অনুষ্ঠানটি উপভোগ করেছেন। 'ডালাস বায়ার্স ক্লাব' চলচ্চিত্রে একজন ট্রান্সজেন্ডার নারীর ভূমিকায় অভিনয়ের সুবাদে সেরা পাশর্্ব অভিনেতার অস্কার জয় করেছেন জেরাড লেটো। আর 'টুয়েলভ ইয়ারস এ স্লেভ' চলচ্চিত্রে অভিনয় করে সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার পান লুপিতা নায়ঙ্গ। ছয় বছর পর এইডস নিয়ে স্বল্প বাজেটের চলচ্চিত্র 'ডালাস বায়ার্স ক্লাব'-এ অভিনয়ের মাধ্যমে লেটো আবার পর্দায় ফিরে আসেন। অস্কার পুরস্কার হাতে অনুভূতি প্রকাশের সময় তিনি এইডস আক্রান্তদের প্রতি সম্মান জ্ঞাপন করেন।
লেটো বলেন, 'এটা (অস্কার) সেই ৩৬ মিলিয়ন মানুষের জন্য যারা এইডসের বিরুদ্ধে লড়াইয়ে হেরে গেছেন।'
সেরা অভিনেতার পুরস্কার জিতলেন ম্যাথিউ ম্যাককনাউগহে (ডালাস বায়ার্স ক্লাব)। এ বিভাগে মনোনয়নের তালিকায় ছিলেন ক্রিসটিন বেল (আমেরিকান হ্যাসল), ব্রুস ড্যারেন (নেবরাসকা), লিওনার্দো ডি ক্যাপ্রিও (দ্য উলফ অব ওয়াল স্ট্রিট), সিউয়িটাল ইজিওফর (১২ ইয়ারস এ স্লেভ), ম্যাথিউ ম্যাককনাউগহে (ডালাস বায়ার্স ক্লাব)।
সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন কেট ব্লাঞ্চেট (ব্লু জেসমিন)। এ বিভাগে মনোনয়নে ছিলেন ক্রিসটিন বেল (আমেরিকান হ্যাসল), ব্রুস ড্যারেন (নেবরাসকা), লিওনার্দো ডি ক্যাপ্রিও (দ্য উলফ অব ওয়াল স্ট্রিট), সিউয়িটাল ইজিওফর (১২ ইয়ারস এ স্লেভ), ম্যাথিউ ম্যাককনাউগহে (ডালাস বায়ার্স ক্লাব)। সেরা পাশর্্ব অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন লুপিতা নায়ঙ্গ (১২ ইয়ারস এ স্লেভ)। পার্শ্ব অভিনেতার পুরস্কার পেয়েছেন জ্যারেড লেটো (ডালাস বায়ার্স ক্লাব)। এ বিভাগে মনোনয়নে ছিলেন বার্কহাদ আবদি (ক্যাপটেন ফিলিপস), ব্রাডলি কুপার (আমেরিকান হ্যাসল), মিখায়েল ফাসবেনডার (১২ ইয়ারস এ স্লেভ), জোনাহ হিলদের (দ্য উলফ অব ওয়াল স্ট্রিট)।
সেরা কস্টিউম ডিজাইন বিভাগে জয়ী হয়েছেন ক্যাথরিন মার্টিন (দ্য গ্রেট গেটসবাই। এ বিভাগে মনোনীতরা হলেন আমেরিকান হ্যাসল (মিখায়েল উইলকিনসন), দ্য গ্র্যান্ডমাস্টার (উইলিয়াম চ্যাং সুক পিঙ), দ্য গ্রেট গেটসবাই (ক্যাথরিন মার্টিন), দ্য ইনভিজিবল ওম্যান (মিখায়েল ও'কনর), টুয়েলভ ইয়ার্স এ স্লেভ (প্যাট্রিসিয়া নরিস)। এবার সেরা ভিজুয়্যাল ইফেক্টস বিভাগে পুরস্কার পেয়েছেন গ্র্যাভিটি (টিম হোয়েবার), ক্রিস লরেন্স, দেভ শ্রিক, নেল কোরবোল্ড। এ বিভাগে মনোনীতরা ছিলেন হোবিট, আয়রন ম্যান থ্রি, দ্য লোন রেনজরা, স্টার ট্রেক ইন টু ডেনজার। সেরা শব্দগ্রহণ ও সম্পাদনার পুরস্কার পেয়েছে 'গ্র্যাভিটি' ছবিটি। সেরা বিদেশি ছবির ক্যাটাগরিতে একাডেমি পুরস্কার মিলেছে ইতালির ছবি 'দ্য গ্রেট বিউটি'।