এ সময়ের প্রতিভাবান নাট্য পরিচালক আদনান। স্ত্রী রীমাকে নিয়ে তার সুখের সংসার। শুটিং নিয়ে ব্যস্ত থাকার কারণে স্ত্রীকে তেমন সময়ই দিতে পারেন না আদনান। স্ত্রী বাসায় প্রায়ই একা থাকে। কিন্তু ইদানীং বাসায় তার একা থাকতে কেমন জানি লাগে। প্রেতাত্দার অত্যাচারে অতিষ্ঠ হয়ে ওঠে রীমা। রীমা প্ল্যান করে চ্যাটে বসার। আর এর মধ্য দিয়ে বেরিয়ে আসে দীপা নামের এক উঠতি মডেলের আত্মহত্যার গল্প। এ নাটকে দীপা চরিত্রে অভিনয় করছের প্রসূন আজাদ। অনুরূপ আইচের রচনা এবং রিপন মিঞার পরিচালনায় নাটকটির নাম 'প্রতিশোধ'। বর্তমানে ঢাকার বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং চলছে।