ভোটের মাঠে এবার নামতে চলেছেন বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা। এমনই এক খবর প্রকাশ পেয়েছে মুম্বইয়ের এক সংবাদমাধ্যমে। সেই রিপোর্টে প্রকাশ বলিউডের `প্রিটি গার্ল` প্রীতি নরেন্দ্র মোদীর ক্যাম্পে যোগ দিচ্ছেন।
এমনকি লোকসভা ভোটে প্রিয়া দত্তের বিরুদ্ধে প্রার্থী হচ্ছেন প্রীতি।
উত্তর-মধ্য মুম্বইয় কেন্দ্রে সাংসদ প্রিয়া দত্তের বিরুদ্ধে সেলিব্রিটি প্রার্থী খুঁজছে বিজেপি। প্রীতির দূর সম্পর্কের আত্মীয় হলেন বিজেপি নেতা রাজীব প্রসাদ রুডি। রুডিই প্রীতিকে বিজেপি প্রার্থী হওয়ার অনুরোধ জানান।