ভারতীয় সংগীত পরিচালক বিক্রম ঘোষের মাধ্যমে পপগায়িকা মেহরীনের সঙ্গে পরিচয় হয়েছিল ফরাসি সংগীত পরিচালক জামেলের। গান শুনেই তিনি মেহরীনের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। এরপর জামেলের ডাকে মেহরীন পাড়ি জমান ফ্রান্সে। উত্তর ফ্রান্সের মেপলিয়ার শহরে শুরু হয় দুজনের গানের বোঝাপড়া।
এ সম্পর্কে মেহরীন বলেন, জামেলের গান করার জন্য আমাকে তিন বার ফ্রান্সে যেতে হয়েছে। প্রায় ৩-৪ বছর ধরে চলেছে গানের কাজ। জামেলের এটি একটি মিঙ্ড অ্যালবাম। যেখানে গান করছে বিশ্বের বিভিন্ন দেশের শিল্পীরা। তিনি আরও বলেন, ওই অ্যালবামে আমার দুটি গান থাকছে। গান দুটির বাংলা এবং ইংরেজি ভার্সন থাকছে শ্রোতাদের জন্য। গান দুটো ফাইনাল রেকর্ড হয়েছে প্যারিসের একটি স্টুডিওতে। জামেলের ওই মিঙ্ড অ্যালবামটি বাজারে আসবে গ্লোবাল আর্ট নামক অডিও কোম্পানির ব্যানারে।
তিনি আরও বলেন, গান দুটির মাস্টার কপি সম্প্রতি হাতে পেয়েছি এবং আমার ফেসবুক পেইজে আপলোড করেছি। মেহরীনের ওই গান শুনতে হলে আপনাকে যে লিংকে ক্লিক করতে হবে তা হলো www.facebook.com/mmehreen