নেত্রকোনার মুক্তারপাড়ার ছোট্ট এই ছেলেটির নাম 'রাফসান'। বাংলাদেশ শিশু একাডেমি আয়োজিত 'জাতীয় শিশু পুরস্কার-২০১৪'-তে রাফসান ভাটিয়ালি ভাওয়াইয়া পল্লী গানে 'ক' বিভাগ থেকে দেশের সব প্রতিযোগীর মধ্যে প্রথম স্থান অধিকার করেছে। গত মঙ্গলবার বাংলা একাডেমি মিলনায়তনে জাতীয় সংসদের মাননীয় স্পিকার শিরীন শারমিনের কাছ থেকে প্রতিযোগিতায় প্রথম হওয়ায় স্বর্ণপদক লাভ করে। ছোট্ট রাফসানের বয়স মাত্র আট। রাফসান বলে, ' ভাবিনি প্রথম হবো। তবে আমার স্বপ্ন ছিল আমি অনেক ভালো করব। আমার মা-বাবা, সেলিম মামা এবং সৃষ্টিকর্তার কাছে ভীষণ কৃতজ্ঞ। সবার দোয়া চাই।'