মহান মে দিবসে বড়পর্দায় আসছেন রেশমা। রানা প্লাজা ধসের মর্মান্তিক ঘটনা অবলম্বনে নির্মাণাধীন চলচ্চিত্র 'রানা প্লাজার রেশমা' মুক্তি পাবে মে দিবসে। নজরুল ইসলাম খান পরিচালিত এই ছবিতে রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে ১৭ দিন পর জীবিত উদ্ধার করা গার্মেন্ট কর্মী রেশমার জীবনচিত্র তুলে ধরা হয়েছে। রেশমা চরিত্রে অভিনয় করেছেন পরীমণি।
চলচ্চিত্রটির নির্বাহী প্রযোজক সাংবাদিক সৌমিক হাসান সোহাগ বলেন, বর্তমানে দুটি গান ছাড়া চলচ্চিত্রের চিত্রয়ণের কাজ শেষ। এতে আরও অভিনয় করেছেন সাইমন, আবুল হায়াত, শিরিন আলম বকুল, মিজু আহমেদ, রেহানা জলি, রাশেদা চৌধুরী, নাদের খান প্রমুখ।