আজ বিশিষ্ট চলচ্চিত্র সাংবাদিক, কাহিনীকার, চিত্রনাট্যকার, সংলাপ ও গীত রচয়িতা, প্রযোজক, নাট্যকার আহমদ জামান চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী।এ উপলক্ষে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)-এর উদ্যোগে স্মরণসভা ও তার জীবনীগ্রন্থ প্রকাশের আয়োজন করা হয়েছে। এফডিসির জহির রায়হান কালার ল্যাব অডিটোরিয়ামে বিকাল ৪টায় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। একই সঙ্গে সদ্যপ্রয়াত বাচসাসের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কবি ফজল শাহাবুদ্দীনকেও স্মরণ করা হবে।প্রকাশ করা হবে এক মলাটে 'আহমদ জামান চৌধুরী : ছায়ালোকের ছায়াপুরুষ' শীর্ষক গ্রন্থ।