হলিউডে এখন জোর গুঞ্জন, প্রথমবারের মতো মা হতে চলেছেন হলিউড অভিনেত্রী স্কারলেট জোহানসন। বাগদত্ত রোমেইন ডোরিয়াকের সন্তানের মা হবেন তিনি। 'নির্ভরযোগ্য' সূত্রের দেওয়া তথ্য অনুসারে, জোহানসন এখন পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। ছয় মাস আগে জোহানসনের সঙ্গে ডোরিয়াকের বাগদানের খবরটি প্রথম প্রকাশ করে ই!অনলাইন। পরবর্তী সময়ে জোহানসন নিজেই নিশ্চিত করেন ওই খবর। ২০১৩-এর সেপ্টেম্বর মাসে আংটি বদল করে ওই জুটি। ভেনিসের চলচ্চিত্র উৎসবে জোহানসন প্রথমবার তার অনামিকার আংটিটি সবার সামনে তুলে ধরেছিলেন। ২০১২-এর নভেম্বরে জোহানসন ডোরিয়াকের সঙ্গে তার সম্পর্কের বিষয়টি জানিয়েছিলেন।