বাংলাদেশের স্যাটেলাইট চ্যানেল আরটিভি দ্বিতীয় বারের মতো আয়োজন করতে যাচ্ছে 'আরটিভি পন্ডস আলোকিত নারী ২০১৪'। আগামীকাল নারী দিবসে এ সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আরটিভি ভবনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য এবার ৮ বিভাগে ৯ জন আলোকিত নারীকে সম্মাননা জানানো হবে। তারা হলেন, শিক্ষায় রাশেদা কে চৌধুরী, সংগীতে ফেরদৌসী রহমান, কথাসাহিত্যে মুশতারী শফি, ফটো সাংবাদিকতায় সাঈদা খানম, সমাজ সেবায় ড.ভেলরী অ্যান টেইলর, অভিনয়ে চলচ্চিত্রে সারাহ বেগম কবরী এবং মঞ্চে শিমুল ইউসুফ, ক্রীড়ায় রানী হামিদ ও ব্যবসায় (নারী উদ্যোক্তায় ) কানিজ
আলমাস খান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান, আরটিভির মহাব্যবস্থাপক সাখায়াত হোসেন , আরটিভির হেড অব প্রোগ্রাম দেওয়ান শামসুর রকিব প্রমুখ।