স্বপ্নদল সম্মাননা পাচ্ছেন ফেরদৌসী মজুমদার
নাট্যাঙ্গনে বিশেষ অবদানের জন্য এ বছরের স্বপ্নদল সম্মাননায় ভূষিত হচ্ছেন অভিনেত্রী ফেরদৌসী মজুমদার। আগামী ৯ মার্চ সন্ধ্যা ৭টায় শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে গুণী এই অভিনেত্রীর হাতে আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা তুলে দেওয়া হবে। এই আয়োজনে উপস্থিত থাকবেন ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট (আইটিআই)-এর বিশ্ব সভাপতি নাট্যজন রামেন্দু মজুমদার ও নাট্যাঙ্গনের সঙ্গে সম্পৃক্তরা।
অনুষ্ঠানে স্বপ্নদল-এর নিয়মিত সদস্যদের 'নক্ষত্রগর্ভা-জননী''দেরও আনুষ্ঠানিক সম্মান জানানো হবে। সম্মাননা প্রদান শেষে মঞ্চায়ন করা হবে স্বপ্নদল প্রযোজিত রবীন্দ্রনাথ ঠাকুর-এর ধ্রুপদী নাট্যসৃজন 'চিত্রাঙ্গদা''।
ঢাকা ড্রামার নাট্য উৎসব
শীর্ষস্থানীয় নাট্যদল ঢাকা ড্রামার ৩৭ বছর পূর্তি উপলক্ষে আগামী ১৪ মার্চ থেকে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী নাট্য উৎসব। ওইদিন বিকালে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে এই উৎসবের উদ্বোধন করবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। উৎসবে দলটির প্রতিষ্ঠাকালীন থেকে বর্তমান সময়ের দর্শকনন্দিত নাটকগুলো মঞ্চায়ন করা হবে।
কাল শুরু হচ্ছে হামিদুজ্জামান খানের একক প্রদর্শনী
কাল উত্তরবাড্ডাস্থ এথেনা গ্যালারিতে শুরু হচ্ছে দেশবরেণ্য শিল্পী হামিদুজ্জামান খানের একক ভাস্কর্য প্রদর্শনী। কাল সন্ধ্যায় এই প্রদর্শনীর উদ্বোধনীতে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অধ্যাপক বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর, শিল্প সমালোচক অধ্যাপক নজরুল ইসলাম, একুশে পদক প্রাপ্ত শিল্পী ও অধ্যাপক সমরজিৎ রায় চৌধুরী প্রমুখ।
শহীদ মিনারে আজ শেষ হচ্ছে পথনাট্যোৎসব
'পথনাটকে লড়াই আমার-অসাম্প্রদায়িক দেশ গড়ার' এই স্লোগান নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে আজ শেষ হচ্ছে সপ্তাহব্যাপী পথনাট্যোৎসব।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১ মার্চ বিকাল ৫টায় এই উৎসবের উদ্বোধন করেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর।
৭ম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব আজ শেষ হচ্ছে
'ফ্রেমে ফ্রেমে আগামী স্বপ্ন' স্লোগান নিয়ে শুরু হওয়া সপ্তাহব্যাপী ৭ম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব বাংলাদেশ আজ শেষ হচ্ছে।
উৎসবে সারাদেশের ১২টি ভেন্যুতে ৩৫টি দেশের দেড় শতাধিক শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শিত হয়েছে। ১ মার্চ উৎসবের উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।