ম্যাজিক বাউলিয়ানা
প্রতি শুক্র ও শনিবার রাত ৯টায় মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হচ্ছে লোকসংগীত নিয়ে রিয়েলিটি শো 'ম্যাজিক বাউলিয়ানা'। বর্তমানে এর সিলেকশন রাউন্ড চলছে। এ রাউন্ডে বিচারক হিসেবে থাকছেন নাশিদ কামাল, মিল্টন খন্দকার ও আবু বকর সিদ্দিক। এ প্রতিযোগিতার মূল বিচারকের আসনে থাকছেন কিরণ চন্দ্র রায়, তপন চৌধুরী ও কনক চাঁপা। অনুষ্ঠান পরিচালনা করছেন হাসান আবিদুর রেজা জুয়েল ও আউয়াল রেজা।
আজকের অনন্যা
জিটিভির নিয়মিত সেরিব্রেটি গেম শো আজকের অনন্যা। নারীদের প্ল্যাটফর্ম, যারা নিয়মিত জীবনে বিভিন্ন গুরুত্বপুর্ণ কাজ করেন। বিশেষ করে সংসার, চাকরি, ব্যবসা, সেবামূলক কাজ। কিন্তু এর বাইরেও আরো অনেক কিছু করতে পারেন, করতে চান, পাশাপাশি আছে লুকানো প্রতিভা, যা সময় সুযোগের অভাবে প্রকাশ হয়নি। তানিয়া আহমেদ এর উপস্থাপনায় অনুষ্ঠানটি রাত ৮টা ৪৫ মিনিটে জিটিভিতে প্রচার হবে।
লাইভে শিমুল খান
মা দিলরুবা খানের সঙ্গে বিভিন্ন লাইভ শোতে গান গাইতেন শিমুল খান। তবে এবার মায়ের সঙ্গে নন, একাই গাইবেন এ শিল্পী। একুশে টেলিভিশনে আজ রাত ১২টা ০৫মিনিটে শ্রোতারা সরাসরি গানের অনুষ্ঠান স্টুডিও কনসার্ট শুনতে পাবেন তার গান। শিমুল খান বলেন, প্রথমবারের মত একাই গাইব। মায়ের সঙ্গে কখনও মায়ের গান করিনি। কিন্তু এই অনুষ্ঠানের মায়ের গান করব। সবাই মায়ের সঙ্গে তুলনা করে। তাই মায়ের সম্মাণ রাখতে পারব কিনা, এজন্য ভয় লাগছে। লাইভ আমার অ্যালবামের গানের পাশাপাশি আমার পছন্দের গান করবো।
ইচ্ছে গানের দুপুর-এ রিংকু
আজ দুপুর ২ টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনের ফোনো লাইভ কনসার্ট 'ইচ্ছে গানের দুপুর'-এ গান করবেন ক্লোজআপ ওয়ান তারকাখ্যাত সংগীতশিল্পী রিংকু। দুই ঘণ্টার এ অনুষ্ঠানে নিজের পছন্দের বেশ কিছু গান পরিবেশন করবেন তিনি। সেই সাথে টেলিফোনে দর্শকদের অনুরোধের গানও করবেন। অনুষ্ঠানটি প্রযোজনা করবেন অজয় পোদ্দার। উপস্থাপনা করবেন দিঠি আনোয়ার।
'বর্ণালী একাকিত্ব'
এটিএন বাংলায় আজ রাত ৮টা ৫০ মিনিটে প্রচার হবে আবুল হায়াতের রচনা এবং দেবাশীষ বড়ুয়া দীপ এর পরিচালনায় লাঙ্ এ সপ্তাহের নাটক 'বর্ণালী একাকিত্ব'। নাটকটির মূল দুটি চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত এবং ফারাহ রূমা।
মা মরা মেয়ে ফারাহ রূমা। বাবা আবুল হায়াত একজন প্রকৌশলী। বাবা মেয়ে দুজনই দুজনের খুব ভালো বন্ধু। কিন্তুু ফারাহ রূমা উপলব্ধি করে যে বাবার একজন সঙ্গী দরকার।