বাংলাদেশ ক্রিকেট দলকে শুভকামনা জানিয়ে তৈরি হয়েছে একটি মিউজিক ভিডিও। 'আছো হৃদয়ে' শিরোনামে গানটির সুর এবং সংগীত পরিচালনা করেছেন অদিত। গানটিতে কণ্ঠ দিয়েছেন সামিনা চৌধুরী, তাহসান, বালাম ও অদিত। প্রায় দুই সপ্তাহ ধরে দেশের বেশ কয়েকটি লোকেশনে গানটির ভিডিওচিত্র ধারণ করেন পরিচালক হাসান তৌফিক অংকুর। ভিডিওটি দেশের সব ক'টি চ্যানেল এবং এফ এম রেডিও'তে এশিয়া কাপের শুরু থেকে প্রচার শুরু হয়েছে। এছাড়াও এশিয়া কাপ চলাকালীন স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে খেলার ফাঁকে ফাঁকে মিউজিক ভিডিওটি দর্শকরা উপভোগ করতে পারছেন। গানটির কথা লিখেছেন আসিফ ইকবাল।