নির্মাতা প্রভুদেবার নতুন ছবিতে একসঙ্গে দেখা যেতে পারে প্রিয়াঙ্কা চোপড়া এবং সাইফ আলী খানকে। বলিউডে জোর গুঞ্জন, সহ-অভিনেত্রী কারিনা কাপুর খানের সঙ্গে দূরত্ব থাকলেও এবার কারিনার স্বামী সাইফের সঙ্গে কাজ করতে রাজি হয়েছেন প্রিয়াঙ্কা। প্রভুদেবার নতুন এই ছবি হবে অ্যাকশন ধাঁচের। এর আগে পরপর দুবার সাইফের সঙ্গে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল প্রিয়াঙ্কাকে। কিন্তু কারিনার সঙ্গে সম্পর্কের শীতলতার কারণে বরাবরই সাইফকে এড়িয়ে চলেছেন তিনি। অবশ্য অভিনয় না করার কারণ হিসেবে ব্যস্ত শিডিউলকেই দায়ী করেন প্রিয়াঙ্কা। সাইফের সঙ্গে প্রিয়াঙ্কার অভিনয় করার কথা ছিল 'ককটেইল' ছবিতে। কিন্তু তখন তিনি ব্যস্ত ছিলেন 'বারফি!' নিয়ে।