হলিউডের 'ওয়াক অব ফেইম'-এ এবার নাম লেখালেন অস্কারজয়ী ব্রিটিশ অভিনেত্রী কেইট উইন্সলেট। ১৭ মার্চ উদ্বোধন করা হবে উইন্সলেটের সেই বিশেষ তারকা ফলক। 'ডবি্লউ হলিউড' হোটেলের সামনে হলিউড বুলেভারডের রাস্তায় স্থাপন করা হয়েছে ফলকটি। উদ্বোধনের দিন উইন্সলেটকে সম্মান জানাতে উপস্থিত থাকবেন নির্মাতা জেমস ক্যামেরন এবং ক্যাথি বেটস। ১০ মার্চ 'ওয়াক অব ফেইম'র আনুষ্ঠানিক ঘোষণা দেন কোম্পানির ভাইস প্রেসিডেন্ট অ্যানা রামিরেজ। হলিউডের 'ওয়াক অব ফেইম' হলো হলিউড বুলেভারডের একটি রাস্তা, যেখানে খোদাই করে রাখা হয়েছে কালজয়ী সব তারকার নাম। বিনোদন শিল্পে অবদান রাখার জন্য এসব শিল্পীর নাম ওখানে চিরস্থায়ীভাবে লেখা হয়। অভিনেতা থেকে শুরু করে নির্মাতা, গায়ক কিংবা বিনোদন জগতের সঙ্গে যুক্ত সব ধরনের গুরুত্বপূর্ণ শিল্পীর নাম ওখানে লেখা হয়ে থাকে।