অ্যাকশন ফিল্মের সুপারস্টার থেকে এবার গানের জগতে প্রবেশ করলেন জ্যাকি চ্যান। জেজেসিসি নামে একটি বয় ব্যান্ডের ম্যানেজারের দায়িত্ব নিয়েছেন হংকং বংশোদ্ভূত এই তারকা। আগামী ২৪ মার্চ দক্ষিণ কোরিয়ায় ব্যান্ডটির প্রথম অ্যালবাম মুক্তি পাবে। বর্তমানে চীনে এটির প্রমোশন চলছে। দলটির চারজন দক্ষিণ কোরিয়ান, অপরজন অস্ট্রেলিয়ান-চায়নিজ। গ্রুপ তৈরি এবং সদস্যদের প্রশিক্ষণ প্রদানসহ ব্যান্ডের সব রকমের বিষয় দেখাশোনা করছেন জ্যাকি চ্যান। ব্যান্ডটির নামকরণও করা হয়েছে জ্যাকি চ্যানের নামের প্রতি লক্ষ্য রেখে। তাদের লক্ষ্য 'এশিয়ান সংস্কৃতিতে যোগদান'।
দলের সব সদস্যই গাইতে, নাচতে এবং র্যাপ করতে সক্ষম।